গণিতে স্নাতক?

Subject Review ——–MATHEMATICS
স্কুল বা কলেজে পড়ার সময় গণিতকে কি তোমার খুব সহজ মনে হত? কোনো গাণিতিক সমস্যা সমাধানের জন্য বন্ধুরা কি তোমারই শরণাপন্ন হত? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আমার এই লিখা তোমার জন্য।
তোমাদের মধ্যে অনেকেই হয়ত ভাবছ, সারাজীবন গণিত আমার কাছে প্রিয় এবং সহজ একটা বিষয় ছিল। এখন অনার্সের বিভাগ হিসেবে “গণিত” কেমন হবে! গণিতে স্নাতক সম্পন্ন করে ভবিষ্যত কেমন হবে?

তুমি যদি গণিতকে সত্যিকার অর্থেই ভালবেসে থাকো,  তাহলে গণিত বিভাগে তোমাকে স্বাগতম।
গণিত বিভাগের চার বছরের অনার্স কোর্সে প্রতিবছর
গণিতের মূল বিষয়ের পাশাপাশি একটা করে ল্যাব কোর্স করতে হয়, যেখানে মূলত প্রোগ্রামিং /উচ্চতর ভাষার প্রোগ্রামিং এসব শিখানো হয়। বিজ্ঞানের অন্যান্য বিভাগের মত এখানে সারাসপ্তাহ জুড়ে তোমাকে ল্যাব করতে হবে না, সপ্তাহে একদিন মাত্র ল্যাব। তোমাদের মধ্যে যারা অল্প পরিশ্রমে তুলনামূলক ভাল চাকরি পেতে চাও, তারা এই বিভাগকে বেছে নিতে পার অনায়াসেই। দুপুরের পর তোমার অন্য বন্ধুরা যেসময় ল্যাবে ব্যস্ত থাকবে, সেসময় তুমি ফ্রি থাকবে। তোমার এইসময়কে তুমি উন্নয়নমূলক অন্য কোনো কাজে ব্যয় করার সুযোগ পাবে।

এবার আসি Career এর কথায়।
ঢাবি থেকে ডিগ্রি নেয়ার পর তোমার যদি লক্ষ্য থাকে এমন–তুমি পৃথিবীর top ranking University থেকে ডিগ্রি নিবে, তাহলে নিঃসন্দেহে গণিত বিভাগ তোমার জন্য। বিদেশে Masters /PhD এর জন্য GRE/GMAT নামক একটা দক্ষতার পরীক্ষা দিতে হয়। আর এই পরীক্ষার 50% ই maths related.  গণিত বিভাগে পড়লে  GRE এর Quantitative এবং Integrated reasoning part তুমি খুব দ্রুত নির্ভুলভাবে সমাধান করার দক্ষতা অর্জন করতে পারবে, এমনকি তোমার অন্য বন্ধুদের preparation নেয়ার ক্ষেত্রেও সহযোগিতা করতে পারবে।
গণিতে স্নাতক সম্পন্ন করার পর তুমি অনেকগুলো বিষয়কে Masters এর জন্য বেছে নিতে পার Foreign University গুলোতে ।যেমন–

★Financial Mathematics /Financial Engineering : বর্তমান সময়ে Mathematician দের জন্য অন্যতম emerging একটা ক্ষেত্র। এই sector এ
lead দেয়ার জন্য তোমার গাণিতিক দক্ষতা খুব সহায়তা করবে। তোমরা যারা 6 digit salary এর জবে যেতে চাও, তারা mathematics এ অনার্স শেষ করে এই field এ আসতে পার।
★Actuary: গণিতবিদদের জন্য এটাও খুব ভাল ক্ষেত্র।Mathematics graduate দের বিভিন্ন বীমা কোম্পানিতে actuarial scientist হিসেবে কাজের সুযোগ রয়েছে।
★Data Science /Business Analytics : বিভিন্ন foreign University তে এটা masters এ পড়ানো হয় এবং এখানে mathematics graduate দের অনেক চাহিদা। USA এর top 10 highest paid job এ Data Science একটা। অনার্সে পড়া বিভিন্ন ম্যাথ কোর্স এবং ল্যাবে যে programming skill তুমি আয়ত্ত্ব করেছ সেটা তোমাকে এখানে খুব help করবে।
★Operation Research : বড়সড় কোনো একটা বহুজাতিক কোম্পানি কিভাবে পণ্য উৎপাদন করলে, কিংবা কোন পণ্য বাজারে ছাড়লে সর্বোচ্চ লাভবান হবে এবং উৎপাদন খরচ কিভাবে সর্বনিম্ন রাখবে সেটা নিয়ে গাণিতিক বিশ্লেষণ করা হয় Operation Research এ। Mathematics Undergraduate এ তোমাকে Linear Programming, Non Linear Programming এসব শিখানো হবে। Undergraduate শেষ করে তুমি খুব সহজেই Operation Research এ আসতে পার এবং বহুজাতিক কোম্পানিগুলো তাদের উৎপাদন -খরচ-লাভ-ক্ষতি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য তোমার কাছে আসবে। Multinational Firm তোমার কাছে আসবে, তাই স্যালারির কথা নাইবা বললাম।
★Computational Mathematics : এটি মূলত Mathematics এবং Programming এর একটা সমন্বয়। Research এর জন্য খুব ভাল।
★Computer Science : আগেই বলেছি, Mathematics Dept এ programming lab করতে হয় প্রতিবছর। যাদের CSE/IT তে পড়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন সেখানে ভর্তি হতে পারছ না, তারা Mathematics এ স্নাতক করতে পার। গণিতে
অনার্স করার পর তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে Computer Science এবং এই related topic এ MS/Research করতে পারবে।
★ Pure Mathematics : গণিত বিভাগে পড়ার সময় তোমাদের কারো হয়ত Pure Mathematics এর বিভিন্ন টপিক ভাল লেগে যেতে পারে। Fuzzy mathematics, Group Theory, Ring Theory, Lie Algebra এর মত বিশুদ্ধ গণিতের অনেক শাখায় তোমরা মজে যেতে পার। Top ranked University গুলো এসবে Research এর জন্য অনেক scholarship দেয়।

এছাড়াও Theoretical Physics, Astronomy, Quantum Mechanics, Computational  Mechanics এসব field এও mathematics undergraduate রা Masters করতে পারে।

জেনে খুশি হবে, শুধু এই বছরই গণিত বিভাগ থেকে 23 জন শিক্ষার্থী USA এর বিভিন্ন University তে masters/ PhD এর জন্য গেছে।

বাংলাদেশের কথায় আসা যাক।
তোমার যদি অনার্সের রেজাল্ট ভাল হয়, তাহলে তুমি খুব সহজেই বিভিন্ন সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবে।
এছাড়া নামিদামী ইংলিশ মিডিয়াম স্কুল/ কলেজগুলোতেও গণিতের শিক্ষকদের salary খুব ভাল এবং চাহিদাও প্রচুর।
বাংলাদেশের বিভিন্ন ব্যাংক, Financial firm, brokerage এসব জায়গায়ও তুমি চাকরি করতে পার।
আর সবশেষে BCS এর কথা যদি চিন্তা কর, তাহলে এখানেও তুমি সর্বোচ্চ লাভবান হতে যাচ্ছ। এখানে যা আসে, 9-10/ Intermediate এর ম্যাথ তোমার জন্য মামুলি ব্যাপার৷ BCS exam এর maths+ mental ability/IQ part এ তুমি পূর্ণ নম্বর এমনিতেই তুলতে পারবে।

এবার আসি ভিন্ন একটা ব্যাপারে। গণিত বিভাগে পড়লে তোমাকে কখনোই টিউশনি সংকটে ভুগতে হবে না। নানারকম বৈচিত্রময় টিউশন অফার পেয়ে থাকবে গণিত বিভাগে পড়লে ( যেমন :  অনার্সের অন্য কোনো ছাত্রকে ম্যাথ পড়ানো  )। আর যেহেতু গণিত বিভাগে সপ্তাহে একটিমাত্র ল্যাব, তাই অন্য বিভাগের শিক্ষার্থীদের চেয়ে তুমি প্রচুর ফ্রি টাইম পাচ্ছ, যেটাকে তুমি career development এ কাজে লাগাতে পারবে।

পুনশ্চ: গণিতের প্রতি অদম্য ভালবাসা না থাকলে কিংবা গণিতকে খুব কঠিন মনে হলে গণিত বিভাগে পড়তে আসা কখনোই উচিত হবে না।

Tipu Alamgir
Author: Tipu Alamgir

Ambitious

Permanent link to this article: https://www.borgomul.com/tipu-alamgir/4675/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

5 comments

Skip to comment form

    • hasan on January 3, 2019 at 9:35 pm
    • Reply

    জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে বিদেশে মাস্টার্স করতে পারবো??

    1. হ্যা পারবেন।

    • mir sakib on February 10, 2019 at 10:21 am
    • Reply

    জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে বিদেশে মাস্টার্স করতে পারবো??

    1. হ্যা পারবেন।

    • Martin on June 8, 2019 at 11:47 pm
    • Reply

    আমি বাণিজ্য বিভাগের ছাত্র। অনার্স, মাস্টার্স শেষ করেছি বাণিজ্য বিভাগ নিয়ে। গণিত নিয়ে পড়ার আগ্রহ আছে। এখন বাণিজ্য বিভাগে পড়ে কী গণিতে উপর কোনো কোর্স বা ডিগ্রি নেয়া যাবে?

মন্তব্য করুন