আমাদের কথা

“ঠিক করেছি গণিতকে এবার

চড়াবো ওই মরণ শূলে

ছড়িয়ে তার গোপন খবর

লেখার ছটায় বর্গমূলে”

বর্গমূল.কম এ আপনাদের সবাইকে জানাই স্বাগতম ও আন্তরিক শুভেচ্ছা । গণিত ভাষা নিয়ে চিন্তা-ভাবনা ,আলোচনা এবং গণিত ভাষার উৎকর্ষ ও বিকাশের উদ্দেশ্যেই আমদের এই বর্গমূল.কম এর পদচারণা । আমদের এই বর্গমূল.কম এর মুল লক্ষ্য হচ্ছে , “গোটা গণিত পরিবারের কাছে এমন একটা মঞ্চ উপস্থাপন করা যেখানে সবাই মুক্ত মনে , আপন ধারায় গণিত ভাষা চর্চা করার সু্যোগ পাবে ,গণিত ভাষা শিক্ষার ভবিষ্যৎ সম্পর্কে অবগত হবে এবং গোটা গণিত পরিবারের মধ্যে একটা সুসম্পর্কের সেতুবন্ধনের সূচনা হবে ” ।

 

 

বর্তমান বিশ্বে বিজ্ঞানের মাতৃস্বরূপ এই অনন্য ভাষা গণিত শিক্ষার রয়েছে অপার সম্ভাবনা । আমরা যারা গণিত ভাষা চর্চা করি কিংবা গণিত নিয়ে চিন্তা-ভাবনা করি তারা অনেকেই এই অপার সম্ভাবনার কথা জানিনা । এসব কারণে দেখা যায় আমাদের অনেকেই গণিত ভাষা চর্চা করা থেকে পিছপা হয়ে যাচ্ছে । আমরা বর্গমূল.কম তাই চাই পুরো বাংলাদেশে গণিত পরিবারের মাঝে এই বীজটা বপন করে দিতে যেন গণিত ভাষা চর্চার অসীম এই সম্ভাবনাগুলো খুব সহযেই সবাই অবগত হয়ে গণিত ভাষা চর্চা চালিয়ে যেতে পারে  ।

 

 

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য ::::::::::

 

আমরা বর্গমূল.কম মূল তিনটি মুল লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি এবং সেগুলো হলঃ

 

১. গণিত পরিবারের মধ্যে সেতুবন্ধন ।

২. গণিত ভাষা শিক্ষার ভবিষ্যৎ তুলে ধরা । এবং

৩. প্রত্যেকটি গণিতবিদদের নিজস্ব পরিচিতি গড়ে তোলা ।

 

মূলত, আমরা বর্গমূল.কম আমদের এই তিনটি লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি শুধুমাত্র একটাই উদ্দেশ্যে যেটা হল গণিত ভাষা চর্চার পুরোনো সত্ত্বাকে আবার সবাই মিলে একত্রিত হয়ে পুনরোদ্ধার করা যায় । আমরা চাচ্ছি আমদের গণিত পরিবারের প্রতিটি গণিতবিদদের মধ্যে একটা বন্ধন তৈরী করে দেয়ার যাতে করে ভবিষ্যৎ – এ যারা গণিত ভাষা শিক্ষা চর্চা করতে আসবে তারা যেন নিজেকে একা মনে না করে বিশাল একটা সংগঠনের অংশ মনে করে গণিত ভাষা চর্চা চালিয়ে যায় ।

 

বর্গমূল.কম মনে করে , আমদের এই গণিত পরিবার থেকে অনেকেই গণিত চর্চাকে বর্জন করছে কারণ আমরা অনেকেই এই জানিনা আসলে আমরা এই গণিত ভাষা চর্চা করে ফলস্রূতিতে কি করতে পারবো ? আমরা বর্গমূল.কম তাই চাই এমন একটা মঞ্চ তৈরী করে দেয়ার যাতে করে আমরা গণিত নিয়ে আমাদের ভবিষ্যৎ অনুধাবন করে দ্বিগুন উৎসাহে গণিত চর্চা করতে থাকি ।

 

এছাড়া আমরা বর্গমূল.কম চাচ্ছি প্রতিটি গণিত ভাষা চর্চাকারীর নিজস্ব এমন একটা পরিচিতি সম্পূর্ণ গণিত পরিবারে কাছে তুলে ধরার যেটা তাকে শুধু গণিত ভাষা চর্চাকারীই নয় বরং সে গণিত ভাষা শিক্ষার পাশাপাশি অন্য কোন বিষয়েও যদি পারদর্শী । এরফলে আমরা যারা জোড়পূর্বক গণিত চর্চা করছি বা আমাদের যাদের গণিত ভাষা ব্যতীত অন্য কোন বিষয় চর্চা করার ইচ্ছা ছিল তা থেকে যাতে আমরা দূরে সরে না যাই । আমাদের উদ্দেশ্য হল  আমরা যেন একজন আরেকজনকে দেখে উৎসাহিত হয়ে শুধু গণিত চর্চাই নয় বরংচ নিজ নিজ ইচ্ছামত গিণিত ভাষা চর্চার বাইরে নিজের একটা আপন সত্ত্বা সৃষ্টি করতে সক্ষম হই ।

 

 

বর্গমূল .কম কি শুধুই গণিত ????? ::::::::::

 

 

না, অবশ্যই না । বর্গমূল.কম এমন একটা প্লাটফর্ম যেখানে শুধু গণিত চর্চাই নয় গণিত নিয়ে বিভিন্ন মজা , বিভিন্ন ধরণের সাহিত্য , বিজ্ঞানের বিভিন্ন বিচিত্র তথ্য সবই থাকবে । আমরা বর্গমূল.কম মনে করে থাকি যে একজন মানুষকে একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ করে রাখা হলে তার অন্য কিছু নিয়ে চিন্তাশক্তি বা অন্য কিছু নিয়ে কিছু করার আগ্রহ হারিয়ে যায় । বর্গমূল.কম চায়না এমন একজন গণিতবিদকে আমরা গণিত পরিবার থেকে বের করে আনি যে কিনা শুধুমাত্র গণিত ছাড়া অন্য কিছুই জানে না । আমরা চাই শুধু গণিত নিয়েই নয় গণিতের রঙ্গে নিজের রাঙ্গিয়ে তুলে অন্য এক ভুবনে বিচরণ করে বেড়াতে মুক্ত আকাশে স্বাধীন কোন পাখির মত ।

আমরা বর্গমূল.কম চাইনা আমাদের গণিত পরিবারের সবাইকে গণিত ভাষা শিক্ষার যাতাকলে পড়ে অন্যান্য সকল দিক ভুলে যেতে । আমরা চাই আমাদের সবাই যে ন গণিতে থেকেই স নিজেদের আগ্রহ ভুলে না গিয়ে গণিত জগতের বাইরেও নিজেদের অবদান রাখতে পারে। আমরা সবাই যেন নিজের গণিতবিদ হিসেবে না পরিচয় দেখে বিখ্যাত গণিতবিদ ওমর খৈইয়াম-র মত সাহিত্য, লিওনার্দ দ্যা ভিঞ্চি-র মত ছবির , আলবার্ট আইনস্টাইন, পিথাগোরাস দের মত সংগীতশিল্পী অথবা হারাল্ড বোর-র মত ফুটবলার, জি এইচ হার্ডি-র মত ক্রিকেটার ইত্যাদির মত নিজেদের ভবিষ্যৎ গণিত প্রজন্মের কাছে তুলে ধরতে পারি ।

Permanent link to this article: https://www.borgomul.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be/