Standard Normal Distribution Curve Using MS Excel.

সুপ্রিয় বর্গাচাষীরা,

বহুদিন পর বর্গমূলে আসলাম। জীবন ও জীবিকার প্রয়োজনে নানা ব্যাস্ততায় আসা হয় না। অনেক কিছু মনে আসে, মাথায় আসে। ইচ্ছে হয় সব শেয়ার করি। কিন্তু ব্যাস্ততা আমাকে দেয় না সেই অবসর। ম্যাথ /অ্যাপ্লাইড ম্যাথ মেজর পোলাপাইন অনেকেই স্ট্যাট কোর্স একদম ভালা পায় না। আমি নিজেও ভালা পাই না। তারপরেও যেন স্ট্যাটরেই বাসিয়াছি ভাল। আমি ছাড়তে চাইলেও স্ট্যাট আমারে ছাড়ে না।

সে যাই হোক, আমেরিকায় পড়তে আসার পর প্রথম সেমিষ্টারে তিনটা কোর্সই নিছি স্ট্যাট এর। p-value এবং z-score নিয়ে প্রথম প্রথম আমার সমস্যা হতো। এক্সেলে এই দুই প্যারামিটার কিভাবে জেনারেট করা যায় তার একটা ভিডিও বানাইলাম। ভাল লাগলে ভালবেসে, কাছে বসে মুচকি হেঁসে লাইক কমেন্ট শেয়ার করে দোযাহানের অশেষ নেকি হাসিল করিবেন।

 

Permanent link to this article: https://www.borgomul.com/rafiq/4664/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

মন্তব্য করুন