এক সময়রেখায় গণিতের ইতিহাস

গণিতের ইতিহাস নিয়ে পড়তে কার না ভালো লাগে! হাটি-হাটি পা পা করে আজকের যুগে এসে বিজ্ঞান যে উৎকর্ষতা লাভ করেছে , তার যেসব মানুষের অবদান আছে তাদের সম্পর্কে না জানতে পারলে বিজ্ঞানের  একজন মনোযোগী ভক্ত (ছাত্র নয়) হিসেবে নিজের মাঝে একধরনের অপূর্ণতা অনুভব করি। এমন যদি হত শুধু মাত্র একটি সময়রেখায় (Timeline) এ গণিতের সব মনিষীর ইতিহাস এবং গুরুত্বপূর্ণ ঘটনা একসাথে  পাওয়া যেত! এসব ভাবতেই গুগল স্যারের কাছে ধরণা দিলাম। এবং নিচের লিংকটাও পেয়ে গেলাম।

 

The Timeline!

 

(লিংকটাতে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। বেশিরভাগ তারিখে ১লা জানুয়ারী লেখা। তারিখের গ্রহণযোগ্যতা নিয়ে একটু সন্দেহ হচ্ছে। তাই পাঠকদের প্রতি তারিখের দিকে খেয়াল না করে শুধু মাত্র সাল এবং ঘটনা নিয়ে পড়াশুনা করার অনুরোধ রইল।)

Md. Noor Faizur Reza
Author: Md. Noor Faizur Reza

আমার যে কাজ ভালো লাগে তা নিয়ে সারাদিন পরে থাকি !

Permanent link to this article: https://www.borgomul.com/rezanur/2159/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

2 comments

  1. Link error, link should be- http://www.timetoast.com/timelines/8517
    that ‘:’ after http is missing. however thank you brother for this wonderful share

  2. ধন্যবাদ, দীপু। লিংকটা ঠিক করে দিয়েছি। 🙂

মন্তব্য করুন