না……………

ভাববোনা আর তোমায় নিয়ে
ব্যর্থ কোন ভাবনা
তোমায় নিয়ে ভাবনা সকল
মুষড়ে পড়ে থাকনা

আকবোনা আর তোমার রুপের
মনের রঙ্গে ছবি
থাকনা চাপা রুপটা তোমার
এটাই মনের দাবী

লিখবোনা আর তোমায় নিয়ে
দুঃখ ভড়া ছড়া
থাকনা সবই দুঃখ আমায়
করুক ছন্নছাড়া

হবোনা আর জন্য তোমার
প্রেমিক মনের কবি
হব সেদিন যেদিন মনে উঠবে
তোমার ভালোবাসার রবি

জুলফিকার হায়দার জুনিয়র
Author: জুলফিকার হায়দার জুনিয়র

যত কষ্টই হোক চেষ্টা একটাই গণিতকে পড়ার বিষয় না ভেবে তা খেলার সরঞ্জাম হিসেবে ভাব তবেই গণিত মজা লাগবে নাহলে তা ওই চিরতার রসের মতই তিক্ত স্বাদের অখাদ্য বস্তুই মনে হবে

Permanent link to this article: https://www.borgomul.com/junayed/767/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

5 comments

Skip to comment form

  1. আপনার কবিতাটা পড়ে আমিও আর থাকতে পারলাম না 🙂

  2. বলছেন কি কোথায় থাকার সমস্যা সৃষ্টি করল আমার ছড়া

  3. ভাই তুই নিঃস্বার্থ ভালবাসা সিনেমাটা দেখ……তোর কবিতাটা না থেকে হ্যাঁ হয়ে যাবে!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    1. কন কি ভাই শিট মিস হয়ে গেল ভাই আই এম ঢাকায়া পোলা ভেরি ভেরি আনস্মার্ট

    2. কথা সত্য ! ঢাকার পোলা ভেরি ভেরি ইশমার্ট ! না দেখলে পুরাই মিস।

মন্তব্য করুন