প্রত্যয়ী আমরা মাকে বাঁচাবো বলে

” মা ” ছোট্ট একটা শব্দ।

কিন্তু গভীরতা? কতটুকু? মাপতে পেরেছেন কখনো? মাপা যায় কি?

জানি, উত্তর আসবে একটাই । আর তা হলো, ছোট এই শব্দটার গভীরতা মাপা সন্ম্ভব না কোনভাবেই । জানি অনেকেই বলবেন, বোকার মত কেন এমন প্রশ্নের উত্তর খুঁজছি যার উত্তর সবার জানা । উত্তরটা জানি আমি, আপনি, সবাই । কিন্তু সময়ে কিছু জানা প্রশ্নের উত্তরও এলোমেলো হয়ে যায় । মিলতে চায়না সহজ সমীকরণ ।

আর তাই হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র ইব্রাহীম সাব্বির হন্যে হয়ে আজ মেপে চলেছে ‘মা’ শব্দটার অতল গভীরতা । ভাগ্য তাকে আজ এমন একটি প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছে যার উত্তর জানা নেই অমর একুশে হলের শহীদ রফিক ভবনের ১০৮ নং রুমের বাসিন্দা এই ছেলেটির। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ‘Degenerative Disease’ এ আক্রান্ত মায়ের অবস্থার দিন দিন অবনতি হচ্ছে । এমনই এ রোগ যে তার অপারেশন করা হলে সেটিতে মারাত্মক ইনফেকশন দেখা দেয় ।
উন্নত চিকিৎসার জন্য অনতিবিলম্বে মাকে নিয়ে যেতে হবে দেশের বাইরে ।
প্রয়োজন প্রায় ৮ লক্ষাধিক টাকা । এদিকে দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে আসা পরিবারও নিঃস্বপ্রায় । তাই তার পরিবারের পক্ষে এত টাকা খরচ করে মাকে দেশের বাইরে নিয়ে যাওয়া অসম্ভব । তবে কি থেমে যাবে মায়ের চিকিৎসা? তবে কি আর বাঁচবে না মা?
তাহলে মা যে স্বপ্ন দেখেছিলো ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে বড় চাকুরে হবে! কি হবে সেই স্বপ্নের? মায়ের মুখে হাসি ফোটাবে বলে সাব্বিরও তো পরিশ্রম করে যাচ্ছে প্রতিদিন । আর মাত্র এক বছর পরেই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক হিসেবে বের হয়ে মায়ের পা-ই তো প্রথম ছুঁতে চেয়েছিলো সে । তবে সেই স্বপ্ন কি পূরণ হবেনা তার?

আমরা সান্তনা দেই। কিন্তু মাকে হারানোর শঙ্কায় প্রতিদিন কেমন যানি চুপসে যাচ্ছে সদা হাস্যোজ্জল, প্রানবন্ত ছেলেটি। ওদিকে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে মা। সহ্য করতে পারিনি আমরা। তাই এক হয়েছি মাকে বাঁচাবো বলে। হ্যা, মাকে আমরা বাঁচাবোই।
প্রত্যয়ী আমরা মাকে বাঁচাবো বলে। কিন্তু বাঁধা হয়ে আসে টাকার পরিমাণ, যা প্রয়োজন মায়ের চিকিৎসার জন্য, ৮ লক্ষ টাকা। একা একজনের পক্ষে হয়তো অনেক টাকা। আমরা বলি কি জানেন? ১৬ কোটি মানুষের দেশে ৮ লক্ষ মানুষ ১ টাকা করে দিলেও বেঁচে যায় মায়ের জীবন। ৮ লক্ষ মানুষও লাগেনা, যদি সামর্থ্যবান কয়েকজন এগিয়ে আসেন মাকে বাঁচাতে। আমরা সবাই মিলে একটু একটু করে দিলেও খুব বেশিদিন হয়তো লাগবেনা ৮ লক্ষ টাকা উঠে আসতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই আছেন দেশে, দেশের বাইরে গুরুত্বপূর্ণ জায়গায়। আপনারা কেউ কেউ চাইলে একাই হয়তো পারেন চিকিৎসার পুরো ব্যয়ভার বহন করতে। আমি বলছিনা আপনি একা এগিয়ে আসুন। আমি শুধু চাই আপনি আপনার সামর্থ্য অনুযায়ী বাড়িয়ে দিন সহায়তার হাত।

প্রশ্নটা যখন জীবনের, টাকার অংকটা সেখানে হয়তো কিছুই নয়। আপনার বাড়িয়ে দেওয়া হাত বাঁচাতে পারে একজন মায়ের জীবন। ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের মুখের হাসি। আসুন, সবাই মিলে বাড়িয়ে দেই সহায়তার হাত। হাতে হাত রেখে বাঁচাই মায়ের জীবন।

যেকোন প্রয়োজনে যোগাযোগঃ

০১৯২১ ৪৪৮৫৫৮ (ইব্রাহীম সাব্বির)
০১৭২৪ ৫২১৪৫১ (জসিম)
০১৭৫৩ ১৩১৩ ৬২ (শিপন)

সাহায্য পাঠাতেঃ

বিকাশ- ০১৭৫৩ ১৩১৩৬২

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট নম্বরঃ ০১০৫১০১০০০৪৯০৫৯৫

Permanent link to this article: https://www.borgomul.com/arifin/2172/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

মন্তব্য করুন