পাই দিবস ও স্মৃতিকথা !!!

Pi-দিবস নিয়ে একটা মজার গল্প মনে পরল, আমরা তখন ৩য় বর্ষে, নবীন বরনের রিহার্সেল করছি, বিকেল ৩টা বা ৪ টা নাগাদ। হঠাৎ কানে এল ব্যান্ড পার্টির বাজনা, সাধারণত এ সকল বাজনা কানে আসে কোন ডিপার্টম্যান্টের র‍্যাগ ডে হলে, সারা ক্যাম্পাস প্রদক্ষিনের সার্থে মোকাররাম ভবনটাও ঢু মেরে যায়, তো রিহার্সেল থামিয়ে আমরা সবাই বেরহলাম দেখতে, দেখি ৭-৮ জন সাথে ব্যান্ড পার্টি, ধেয়ে আমাদের দিকে আসছে, মানে তখনকার নীচ তলার গণিত বিভাগ উদ্দেশ্য।

কাছে আসাতে ১জনকে চিনতে পারলাম, নবী ভাই, প্রথম আলো গনিত অলিম্পিয়াডের তখনকার সমন্নয়কারী, বন্ধুসভা করতে গিয়ে পরিচয়, নিজে অবশ্যয় সমাজ বিজ্ঞানের ছাত্র, রেলি নিয়ে এসেছে, পিছন পছন ২জন ৫ পাউন্ডের এক কেক নিয়ে এসেছে রিক্সা করে। ব্যানারে বড় করে লেখা, পাই দিবসের সুভেচ্ছা। তার নিচে আরও বড় করে লেখা প্রথম আলো গণিত অলিম্পিয়াড পরিবার !!

তো, নবী ভাই আমাকে দেখে বলল, তুমি এখানে? বললাম আমি পড়ি এখানে। ১ম ও ২য় বর্ষে নিয়মিত প্রথম আলো অফিস প্রতি বুধবার যেতাম, নবী ভাইয়ের সাথেও দেখা হত, কিন্তু উনি জানতেনই না আমি গণিত বিভাগেরই ছাত্র, সেদিন বলতেছিল- আরে আগে বলবানা !! আমি গণিত বিভাগের ছেলে পেলে খুঁজি পাইনা। আমি বলেছিলাম, ভাই, সাহিত্য চর্চার জায়গায় গণিত আনতে চাইনি, তাই বলিনি। আসলে আমার এগোতে লাগতো, গণিত অলিম্পিয়াড করবোতো আমরা, প্রথম আলো কেন?? তাই বলতামনা, বিষাল ভুড়ির অধিকারী লোকটা ভুড়ি নাচিয়ে এক খান হাসি দিল, বলল আচ্ছা বুঝেছি, চল কেক কাটি। বললাম এখন এলেন ভাই, স্যারেরা তো নাই !! আমরা রিহার্সেল করতেছিলাম, তাই ক’জন ম্যাথমেটিশিয়ান পেলেন……হা হা হা !!

যাই হোক সেদিনই প্রথম পাই দিবসের কেক কেটেছিলাম, সেদিন স্কুলে পড়া এক ছেলের কাছ থেকে প্রথম জেনেছিলাম ৬৬৬ “ইভিল নাম্বার”, সে গবেষণা করে বের করেছিল, ২৫ সংখ্যাটি বাংলার ইতিহাসের শয়তানের নম্বর, কারন বলেছিল, ৫-২ = ৩ মানে মার্চ, ২+৫ = ৭ বঙ্গবন্ধুর ভাষণ, রিভার্জ ২৫ মানে ৫২ তে ভাষা আন্দোলন, তাই পাকিস্তানীরা ২৫ শে মার্চ বেছে নিয়েছিল গণ হত্যার, কারন এতে এক দিনেই সব প্রতিশোধের ধান্দা করেছিল, কিন্তু শয়তানের নম্বরের সাথে মিল কোথায়?? তখন সে ব্যাখ্যা করেছিল, ৭১+২৫+৩ = ৯৯*৭=৬৬৩+৩=৬৬৬ মানে শয়তানের নম্বর !!! অবিভূত হয়েছিলাম তার গণিত প্রিতি ও গবেষণা দেখে !!! গণিতে বাংলাদেশ এগিয়ে যাক এই প্রত্যাশায়, সবাইকে “পাই দিবস” এর সুভেচ্ছা।

Permanent link to this article: https://www.borgomul.com/leatique/2107/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

2 comments

  1. ঐ ছেলের একটা অটোগ্রাফ নেওয়ার ইচ্ছা হচ্ছে.

  2. মজা পেলাম … (y)

মন্তব্য করুন