একটি আক্ষেপ অথবা দুর্ভাগ্য !!!

আমি জানি, অনেকেই এই কথাটি মেনে নিবেনা সহজে, কিন্তু সত্যি কথা হল, আমাদের ম্যাথ ডিপার্টমেন্ট কে আরও আপডেট হতে হবে, এক্সাম সিস্টেমে ব্যাপক পরিবর্তন আনতে হবে। একটা মান সম্পন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাতে এটা কখনই কাম্য না, যে একটা শিক্ষার্থী ৪ বছর বা ৫ বছর পড়ে দেশের বাইরে এসে ভাবতে হয় বা খুজতে হয় সিম্পল বিষয় গুলো, যা অন্যান্য দেশে ১ম বর্ষের শিক্ষার্থীরা ১ম ক্লাসেই জেনে ফেলে, তারাও মানুষ, আমরাও মানুষ, তারা পারলে আমরা পারবনা কেন?? আমাদের সেভাবে তৈরি করে ছেড়ে দিন বিশ্বে, দেখেন বাঙ্গালী কি করে ফেলে !!!

আমি এখন যেখানে আছি, সেখানে আমি সহ মোট ২৯ টি দেশের ছেলে মেয়ে আছে, তন্মধ্যে আমি একাই বাংলাদেশী, সাউথ এশিয়ার মধ্যে ৫জন আছে ভারতের, ২জন পাকিস্তানী, ১জন চীনা !! এর মধ্যে আমি ও চীনা মেয়েটা গণিত মেজর নিয়ে পড়ে এসেছি, বাকিরা সবাই ইঞ্জিনিয়ার, কেউ ম্যাকানিক্যাল, কেউ ইলেক্ট্রিক্যাল আবার কেউ মাইন ইঞ্জিনিয়ার। এখন পড়াচ্ছে শুধুই থিউরি, যা আমি পড়ে এসেছি, এক মডেলিং ইন বায়োমলিকিউলস ও আরেক কন্ট্রোল সিস্টেম ছাড়া। দুঃখের বিষয় ভারত বা পাকিস্তানের ইঞ্জিনিয়ার ছেলে/মেয়েরা যে ব্যাসিক নিয়ে এখানে এসেছে, তার কাছাকাছি আমার নাই, হয়তো আমি কম পড়েছি নয়তো আমাদের কম পড়ানো হয়েছে ! আসলে মুলতঃ ভাল রেজাল্ট করার দৌড়ে, বেসিকের দিকে নজর না দিয়ে দৌড়িয়েছি নাম্বারের দিকে !! এটাও করেছি কেন?? উত্তর জানা আছে, কিন্তু কতদিন এভাবে দৌড়াবে ?? এটার উত্তর খোজা দরকার !!!

আতিক

————-

ইউনিভার্সিটি অফ ল ‘ আকুইলা, ইতালি ।

Permanent link to this article: https://www.borgomul.com/leatique/1165/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

2 comments

  1. ২৯ জনের মধ্যে ২৭ জনই ইঞ্জিনিয়ার !! অবাক হলাম :O

  2. DU te ami na douraye fail korsi, kintu uporwala ekta chance dise, dekhi NY e notun kore start korle ki korbo. Ami already ekhankar system er somporke motamoti dharona peyechi. Era abar theory na poriye application er upore jor dey. Problem solve koriye decision likhte bole ekhan theke ki bujhla lekho. Amar cousin er mathematics paper solve korte jeye dekhlam, ei rokom question gulo tei ami amar oti porichito corollary gulo peye jacchi. Onek somoy toh theorem e peye jacchi.

    Ajke oke jigges korlam Factor Theorem or Remainder Theorem er naam jaane ki na. Bollo, jaaneo na, class eo koray nai, kintu erai manush hobe, karon era use sikhteche, theory na. Ami jodio oke bole dichi related theory gula porar jonne, na parle ami help korbo.

    Amader english medium (Edexcel Board) e konodin MKS system cchara kicchu pori nai, porte hoy nai. Kalke thermodynamics er ekta boi porchilam, dekhlam ora maximum jinis FPS, CGS e kore rakhse, amar porichito MKS toh nai. Kopal valo, amar baba teacher chilen, ami unar boi gulo porechi, tai khub ekta problem hobe na, University te admission neyar aage eigula sikhe nibo…..:)

মন্তব্য করুন