পিঠা উৎসব এবং ২য় বর্গমূল সাধারণ সভা

বর্গমুল এর শুভ সূচনা হয় ১ই আগস্ট, ২০১৩

এরপর সময়ের সাথে সাথে কেটে গেল প্রায় পাঁচটি মাস এবং বছর ঘুরে চলে আসলো ২০১৪, এরই মধ্যে ১২০ টি পোস্ট বর্গমূলের আর্কাইভে জমা হয়ে গেছে। পোস্ট এসেছে গণিত নিয়ে, পোস্ট এসেছে গণিতের বাইরেও। দৈনিক ১০০ জনেরও বেশী ভিজিটর বর্গমূলে আসছে। ৩০০ বারেরও বেশী পেজগুলো ভিজিট হচ্ছে প্রতিদিন। বলতে হবে বেশ ভালো গতিতেই এগোচ্ছে বর্গাচাষীর দল।
বর্গমূলের লেখক-পাঠক মিলে বর্গাচাষীরাই মূলত বর্গমূলের প্রাণ।

এরই মাঝে হয়ে গেল বর্গমূল এর ১ম সাধারণ সভা

পূর্বের অসাধারণ আড্ডার রেশ মিলিয়ে যেতে না যেতেই আমরা পুনরায় মিলিত হতে যাচ্ছি। শীতের সন্ধ্যায় একসাথে বসে পিঠা খেতে খেতে নতুন নতুন আইডিয়া, ওয়েবসাইটের খুঁটিনাটি সমস্যাসহ আরো বিভিন্ন বিষয় নিয়ে একসাথে বসে আড্ডা দেওয়ার জন্য আমরা মিলিত হতে যাচ্ছি। বর্গমূলের লেখক বা পাঠক যেভাবেই যুক্ত থাকুন না আপনি চলে আসুন আমাদের আড্ডায়।

কথা হবে প্রাণখুলে, আমরা বর্গাচাষীরা মিলে।

২য় বর্গমূল সাধারণ সভা
স্থানঃ সায়েন্স লাইব্রেরী, ঢাকা বিশ্ববিদ্যালয়
সময়ঃ সন্ধ্যা ছয়টা
তারিখঃ ২৫শে জানুয়ারি, ২০১৪।

যোগাযোগঃ চন্দ্র [০১৭১৭ ৬৫৬৮৩৯]

বিঃদ্রঃ ১ – পিঠা উৎসব আয়োজন করার জন্য দুই-তিনজন পরিশ্রমী (!!) ভলেন্টিয়ার প্রয়োজন। প্রথম বর্ষের পেটুক সম্প্রদায় ভুক্ত ছেলেপেলেদের এ কাজের জন্য যোগ্যতার ভিত্তিতে চন্দ্রর যোগাযোগ করতে বলা হচ্ছে। 😉

 

Permanent link to this article: https://www.borgomul.com/arifin/1779/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

মন্তব্য করুন