বিশ্ববিদ্যালয় জীবনের সেরা অর্জন

একজন সিরিয়াল কিলারের জীবন কাহিনী । সে কোনদিন ভাবেনি নিজেকে এভাবে আবিষ্কার করবে । সাদামাটা ১টা ছেলে, যার কোন শত্রু ছিলনা । হলে উঠার পর একের পর এক শত্রু বাড়তে থাকে । কত রজনি সে নির্ঘুম কাটিয়েছে এই নরপিশাচ শত্রুগুলোর যন্ত্রণায় । যন্ত্রণা সহ্য করতে করতে একসময় দুঃসাহসিক হয়ে উঠে ছেলেটি । পরীক্ষার ঠিক আগের রাতে জীবনের চরম সিদ্ধান্ত নেয় । তারপর গভীর অন্ধকারে একের পর এক হত্যা করেতে থাকে নরপিশাচগুলোকে, আর ১বিন্দু করে রক্ত নিয়ে ১টা সাদা কাগজে সুন্দর ভাবে সাজয় । হলের নোটিশ বোর্ডে টানিয়ে দেয় “এদের হাত থেকে আমাকে রক্ষা করুন” এভাবেই চলছিল বিশ্ববিদ্যালয়ের মেধাবি ছাত্রদের উপর ছারপোকার অত্যাচার । নবাগতদের কাছে এসব শুধুই ইতিহাস, কারণ পলিথিন পদ্ধতি আবিষ্কার হওয়ার পর হলে ছারপোকা পাওয়া দুষ্কর । হল ছেড়ে যাওয়া ১ বড় ভাই বলতেছিল, এই বিশ্ববিদ্যালয় থেকে ছারটিফিকেটের পাশাপাশি উনি ১বউম (ডিব্বা) ছারপোকা অর্জন করেছিলেন । রুমে যখনই ছারপোকা দেখতেন ওই বউমে ঢুকিয়ে রাখতেন । এই ১ বউম ছারপোকাই নাকি ওনার বিশ্ববিদ্যালয় জীবনের সেরা অর্জন ……………….
Tanvir Khan
Author: Tanvir Khan

......................

Permanent link to this article: https://www.borgomul.com/tanvir-khan/1600/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

মন্তব্য করুন