MathCon’14

গত ২৫শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় MATHCON’14 । অসাধারণ একটি উদ্যোগ ছিলো এটি।

এই ম্যাথ কনটেস্ট এর সবচেয়ে অসাধারণ নিয়মটি ছিলো- ওপেন-বুক(open book)এক্সাম  এবং পার্টিসিপেন্টদের দুইজনের একটি গ্রুপ করে অংশগ্রহণ ।

এই  অসাধারণ  একটি  আয়োজনের  জন্য  ধন্যবাদ  সিনিয়র  ভাইয়া-আপুদের এবং বর্গমূলকে।ভবিষ্যতে  এই  ধরনের  প্রোগ্রাম আরো  হবে  এই  আশাই  আমরা  করি। তাছাড়া  আমাদের  শ্রদ্ধেয় স্যার  চন্দ্রনাথ পোদ্দার স্যার ও তৌহিদ হোসেন স্যার এবং আমাদের চেয়ারম্যান স্যার বর্গমূলের এই ধরনের একটি উদ্যোগের অনেক প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ যাতে আরো গ্রহণ করা হয় সেই ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

আমি আর কথা বাড়ালাম না। তবে খাবারের প্রশংসা না করলেই নয়।খাবার এক কথায় অস্থির ছিলো। সত্যি এই প্রোগ্রামে অংশগ্রহণ না করলে অনেক আফসোস থাকত।যাই হোক,সবশেষে প্রোগ্রামের কিছু স্মৃতি-

mathcon1 [000132] [000133] [000134] [000143][000147] [000149] [000161] [000162] [000165] [000167] [000172] [000175] [000177] [000193] [000196] [000208][000236][000195][000259] [000210] [000213] [000174][000185] [000206][000157] [000158][000207][000209]-001[000215] [000216] [000219] [000223] [000225] [000228] [000230] [000231][000289] [000235] [000241] [000244] [000253] [000254] [000257] [000261] [000264] [000265] [000269] [000270] [000273] [000276] [000277] [000291] [000292] [000299] [000300] [000301] [000302] [000306] [000307] [000308] [000311] [000313] [000314] [000322] [000325] [000328] [000331] [000332] [000337]

নাফিসা রায়হানা
Author: নাফিসা রায়হানা

Be less curious about people and more curious about ideas-- Marie Curie.

Permanent link to this article: https://www.borgomul.com/nafisa-raihana/2787/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

1 comments

  1. আহারে ডিপার্টমেন্টে প্রত্যেকটা দিন যদি এমন মজায় মজায় কাটাতে পারতাম ………
    তাহলে মনের ক্যানভাসে আরও মজার মজার স্মৃতি জমা হত ……

মন্তব্য করুন