১৮তম আন্তর্জাতিক গণিত সম্মেলন

বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আয়োজনে চলতি বছর ২০-২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘১৮ তম আন্তর্জাতিক গণিত সম্মেলন’ ,আন্তর্জাতিক এ সম্মেলনে গবেষণাপত্র আহ্বান করা হয়েছে। গণিতের বিভিন্ন শাখায় গবেষণাপত্র জমা দেওয়া যাবে । বিশেষ করে, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, কম্পিউটেশনাল ফ্লুয়িড ডায়নামিক্স, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স সহ গনিতের সকল  বিষয়ে গবেষকদের গবেষণা জমা দেয়ার আহ্বান করা হয়েছে।

গবেষণার ধারণাপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ নভেম্বের, ২০১৩/ নির্বাচিত ধারণাপত্রের তথ্য প্রকাশ হবে ২২ নভেম্বর এবং চূড়ান্ত গবেষণা প্রবদ্ধ জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর, ২০১৩, এছাড়াও রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

আয়োজিত আন্তর্জাতিক এ সম্মেলনে গণিতবিদ, বিজ্ঞানী, গবেষক এবং শিক্ষার্থীদের মধ্যে সর্বাধুনিক জ্ঞান, তথ্যউপাত্ত, গবেষণা এবং উদ্ভাবন সম্পর্কে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় হবে। বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে আয়োজিত গণিত সম্মেলন প্রতি দুই বৎসর পর পর অনুষ্ঠিত হয়।সর্বশেষ ২০১১ সালে জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে গণিত সম্মেলন অনুষ্ঠিত হয় । দেশ বরেণ্য সকল গনিতবিদ উপস্তিত হয়ে থাকেন এই সম্মেলনে।দেশের বাইরে থেকেও আসবেন অনেক বিখ্যাত গনিতবিদ।এখন পর্যন্ত আমেরিকা,জাপান,ইরান,ভারত,পাকিস্তান,নেপাল সহ অনেক দেশের গনিতবিদরা  সম্মেলনএ উপস্থিত হবার জন্য রেজিস্ট্রেশনের করেছেন ।ছাত্র-ছাত্রীদেরকে গনিতের গবেষণায় আগ্রহী করার জন্য দেওয়া হবে সেরা গবেষণা পুরস্কার।

রেজিস্ট্রেশনের ফর্ম পাওয়া যাবে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) , ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগ এবং বুয়েটের গণিত বিভাগে। অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে নিচের ওয়েবসাইট থেকে।

ওয়েবসাইট
http://www.secs.iub.edu.bd/18matconf/index.php

                                                                                                                                                                                                                                       কে,এম আরিফুল কবীর

03

Ariful Kabir
Author: Ariful Kabir

Permanent link to this article: https://www.borgomul.com/arifulkabir/1577/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

মন্তব্য করুন