শুরু হতে যাচ্ছে MathCon’14

অবশেষে অনেক জল্পনা কল্পনার পর আমাদের ডিপার্টমেন্টে গণিত বিষয়ক প্রতিযোগিতার অনুষ্ঠান MATHCON’14 আয়োজিত হতে যাচ্ছে । এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি সংবাদ। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর ২০১৪, বৃহস্পতিবার
প্রতিযোগিতার নিয়মকানুন সম্পর্কে নিচে সংক্ষেপে আলোচনা করা হল——

## প্রতিযোগিতাটা হবে মূলত গণিত অলিম্পিয়াড ধরনের। তবে প্রচলিত অলিম্পিয়াডের সাথে আমাদের এই আয়োজনের পার্থক্য আছে। এই প্রতিযোগিতাটা হবে ওপেন বুক এক্সাম অর্থাৎ প্রতিযোগীরা পরীক্ষার সময় তাদের সাথে যেকোনো বই রাখতে পারবে এবং বই খুলে পরীক্ষা দিতে পারবে।

## প্রতিযোগিতায় প্রতিটা গ্রুপে সর্বোচ্চ দুইজন করে অংশগ্রহণকারী থাকতে পারবে। অর্থাৎ দুইজন করে একটি গ্রুপ গঠন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

## মোট কয়টি প্রশ্ন থাকবে কিংবা প্রশ্নের ধরণ কিরকম হবে সেটা আগের থেকে বলে দেয়া হবে না। আর এক এক প্রশ্নের মান বা নাম্বার এক এক রকম হবে। পরীক্ষার্থীকে যতগুলো প্রশ্ন দেয়া হবে তার সাথে ঠিক ততোগুলো উত্তরপত্র বা সাদা কাগজ সরবরাহ করা হবে; যাতে করে গ্রুপের দুইজন সদস্য একি সাথে দুইটি ভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজ করতে পারে

## শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের ১ম, ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে

## পরীক্ষার সময় হবে দুই থেকে আড়াই ঘণ্টা। সময় এর ব্যাপারটা পরে ঠিক করে দেয়া হবে

## যেসকল বিষয়বস্তু থেকে প্রশ্ন করা হবে তার একটি তালিকা নিচে দেয়া হল—
— Recreational/Quantitative/Brain Teaser Maths
— Euclidian geometry, Coordinate geometry (except conics)
— Vector
— Set
— Functions
— Real Number, Complex Number
— Polynomials
— Matrix and Determinant
— Binomial Coefficient
— Combinatorics
— Series Sum
— Differentiation and Integration, applications, Calculus 1

## প্রতিযোগিতার সময় কোন ধরণের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না

## প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি হল ১০০ (২ x ৫০) টাকা। তোমরা যারা অংশ নিতে চাও তারা যোগাযোগ করো নিচে নাম দেয়া যে কারো সাথে –

১ম বর্ষের জন্য—————
১/ জুনায়েদ কামাল নিবিড়
২/ তাহমিনা ফারহিন
৩/ নাজমুস সাকিব সাদি (01670767066)

২য় বর্ষের জন্য——————
১/ হুসাইন আহমেদ সোহান
২/ চিত্রা মণি
৩/ জাহিদুল ইসলাম সবুজ (01956500210)

৩য় বর্ষের জন্য———————
১/ ইব্রাহিম (01921448558)
২/ সাবিহা

এছাড়াও আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত তোমরা আমাদের বিভাগের ক্যাফেটেরিয়াতে এসে রেজিস্ট্রেশন করতে পারবে।

## প্রতিযোগিতার সময়সূচী——
প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর ২০১৪, বৃহস্পতিবার। প্রতিযোগিতার বিস্তারিত সময়সূচী পরে জানিয়ে দেয়া হবে।

এই আয়োজনে আমরা তোমাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি। এরকম একটি আয়োজন সফল করার জন্য চাই তোমাদের সবার আন্তরিক সহযোগিতা এবং অংশগ্রহণ।
এই প্রতিযোগিতা সম্পর্কে কারো মনে কোন প্রশ্ন থাকলে নির্দ্বিধায় এখানে সেটা জিজ্ঞাসা করতে পারো। আর আয়োজন সম্পর্কে নিয়মিত আপডেট এর জন্য সবাই চোখ রাখো আমাদের ইভেন্ট এর পেইজে

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারো- ফাহিম রফিক (01718 164444)

সার্বিক সহযোগিতা এবং আয়োজনে বর্গমূল

চন্দ্রশেখর
Author: চন্দ্রশেখর

মানুষ তার স্বপ্নের সমান বড়

Permanent link to this article: https://www.borgomul.com/chondro/2760/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

মন্তব্য করুন