ডায়োফেন্টাসের কবর

এই সমস্যাটি একটি অত্যন্ত প্রাচীন অঙ্ক । আনুমানিক ২৫০ খ্রিষ্টাব্দের ডায়োফেন্টাসের (Diophantus) কবরের গায়ে লেখা যে তার জীবনের ছয় ভাগের একভাগ ছিল তার শৈশব, বারো ভাগের একভাগ তার কৈশোর। তারপর জীবনের সাতভাগের একভাগ অতিক্রম করে তিনি বিয়ে করলেন।বিয়ের পাঁচবছর পর তার একটি ছেলে হলো । ছেলের আয়ু ছিল তার আয়ুর অর্ধেক এবং ছেলে মারা যাবার পর শোকাহত ডায়োফেন্টাস মাত্র চার বছর বেঁচে ছিলেন ।ডায়োফেন্টাস সব মিলিয়ে কত বছর বেঁচে ছিলেন?

 

 

Permanent link to this article: https://www.borgomul.com/m-rana/509/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

মন্তব্য করুন