আসলে আমাদের ডিপার্টমেন্টের সবাই প্রথম বর্ষ থেকেই এই FORTRAN নামক আজব এক প্রোগ্রামিং এর সাথে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে পরিচিত । কারও কাছে এইটা খুবই মজার একটা সাবজেক্ট, আবার কারও কাছে এর চেয়ে জঘন্য সাবজেক্ট আর নাই। আমি প্রথম বর্ষে ঢুকার পর ওই দ্বিতীয় মানে যারা জঘন্যতম সাবজেক্ট মনে করত তাদের দলে ছিল আমার কঠোর অবস্থান ।
ছোট বেলা থেকেই কম্পিউটারের প্রতি আমার ছিল প্রচন্ড আকর্ষণ । সেই সুবাদে ক্লাস ফোরেই কম্পিউটারে হাতেখড়ি। তখন শুধু গেইমস ই খেলতাম । কিন্তু ধীরে ধীরে কম্পিউটারের প্রতি আমার এই আকর্ষণ শুধু গেইমসেই সীমাবদ্ধ থাকল না মনে মনে ইচ্ছা পোষণ করতে থাকলাম কম্পিউটার নিয়েই পড়ব মানে কম্পিউটার ইঞ্জিনিয়ার হন। কিন্তু কপালের লেখন যায়না খন্ডন । পোড়া কপাল ম্যাথই হল আমার ভবিষ্যৎ কর্মজীবনের মূল হাতিয়ার। আর সেই হাতিয়ার কে ধারাল করতে গিয়েই এই সবচেয়ে জঘন্যতম সাবজেক্টের সাথে আমার পরিচয় ।
যখন এই আমার দশা । হা হুতাশ করছি এই সাবজেক্ট নিয়ে। ভাবছি কেমনে বাচবো এই আজব প্যার্যা থেকে ঠিক তখনই হাসনান ভাইয়ের বদৌলতে এই চারটি পিডিএফ এর সাথে আমার পরিচয় এবং সক্ষতা ।
সত্যি বলতে FORTRAN কোর্স টীচার আমাকে যা শিখাতে পারেনি এই সাবজেক্ট সম্পর্কে তা আমাকে এই পিডিএফ গুলো শিখিয়েছে। আজকে আমি বন্ধু মহলে ভাল প্রোগ্রামার ( আসলেই কি তাই ??????????????????? ) হিসেবে পরিচিত তার সম্পূর্ণ অবদান এই চারটি পিডিএফ এর এবং সাথে হাসনান ভাইইয়ের যিনি বিভিন্ন সময়ে আমাকে এই FORTRAN বিষয়ে অনেক সাহায্য করেছেন।
আমি যেহেতু উপকৃত হয়েছি এই চারটি পিডিএফ দ্বারা আশা করি সামনের ফার্স্ট ইয়ারও উপকৃত হবে তাই সবার জন্য পিডিএফ গুলো শেয়ার দিলাম । নিচের লিংক থেকে যে কেউ ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারেন।
5 comments
Skip to comment form
very inspiring! keep it up.
accha, tomar post dekhey mone porlo.. jara programming-ey interested, shobai miley ekta chhoto khato game toiree kore felley kemon hoy? amar mone hoy halka-patla java ba python janlei bepar ta ar oshomvob thakena. ami ar Mehdi ekdin boshey besh plan-fan korlam. ekta ludo bananor cheshta korbo (jodio jototuku java ba python jani, ta diye hobena) kintu bivinno kajer moddhey duijoner dol asholey jhimiye porey. koyekjon miley namley kintu chomotkar hoy! ek maash e laguk ar ek bochhor – borgomuley to achhi ajeebon. eta nahoy hok First Borgomul Open Project.
🙂
facebook page-eo share diye dei.
Author
ভাই ভাল উদ্দোগ চালায়া যান আসি আমরা ।
অফটপিক—- আমি প্রোগ্রামিং কমই পারি
খুবই ভালো আইডিয়া ভাই। শুরু বর্গমূলের প্রথম প্রজেক্ট ।
খুবই ভালো আইডিয়া ভাই। শুরু বর্গমূলের প্রথম প্রজেক্ট ।
বইগুলো আসলেই অনেক কাজের। প্রথম বর্ষে থাকা অবস্থায় লিঙ্কটা পেলে ব্যাসিক টা আরও পোক্ত করে নিতে পারতাম। যাই হোক, এতদিন পরে হলেও মাত্র শুরু করলাম পড়া… 🙂