দ্বিতীয় বর্ষের আমলনামা ( Behind Question Paper ! Major )

আসছে ১২ জানুয়ারী দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা। সবার মোটামুটি প্রিপারেশন শেষ আশা করি। যাদের আমার মত দশা মানে প্রিপারেশন শুরুই করি নাই তাদের সুবিধার্থে আজকে আমার এই পোস্ট। প্রথম বর্ষের জন্য ” বিহাইন্ড প্রশ্নপত্র “ বানানোর পর অনেকেই দ্বিতীয় বর্ষের জন্য একটা বানানোর জন্য অনুরোধ আর আদেশ করতে থাকে। তাই আজ প্রথম বর্ষের মত দ্বিতীয় বর্ষেরও একটি আমলনামা বানিয়ে ফেলেছি। আগেই বলে রাখি সেকেন্ড ইয়ারে আমার জ্ঞান খুবই সীমিত …… তাই বোধহয় বেশী সাহায্য করতে পারব না সব বিষয়ে । তবুও যতটুকু পারি ততটুকু নিয়েই আমি হাজির হলাম ।

আজকের এই পোস্টে ODE, CALCULUS-|| ও NUMERICAL ANALYSIS-এই তিন সাবজেক্টের আমলনামা দিলাম। বাকিগুলো আসছে…………

 

ODE:

  • Basic ODE(definition+order,degree recognition) + family of curves +(sometimes IVP/BVP problems)+(sometimes Trajectory)(1 set)
  • Homogeneous Diff. Equn + (Exact)// Exact+( Homogeneous Diff. Equn)(1 set)
  • Integrating factor(Bernoulli diff equn)+ Diff equn solve(1 set)
  • Application of diff equn +Trajectory (Solve)(1 set)
  • Different methods of solving diff. equn (variation of parameters,Undetermined co-eff, Cauchy-Euler formula) (2 /1.5 set)
  • just Application of ODE (1 set)
  • IVP/BVP problem+ ODE solve(1 set sometimes)

 

CALCULUS:

  • Divergence/stokes/green thm (proof+ math) (1 set)
  • Spherical+cylindrical+polar co-ordinates (1 set)
  • Arc length+unit tangent/normal vector+parametric equn+basic (vector valued function) (1 set)
  • Continuity+maxm/minm problem +radious of curvature(sometimes) (1 set)
  •  Taylor’s polynomial+partial diff. (1 set)
  • Area bounded by curves+transformation+double integrals(1 set)
  • Gradient+curl+divergence(will be included in any set)
  • Directional derivative+curl/gradiant/divergence(.5 set/1 set)
  • Sometimes evaluating integrals (1 set )

 

 

NUMERICAL:

  • Algebraic Solution(2 set)
  • Interpolation (2 set)
  • Numerical diff & integration (2 set)
  • Matrix operations (2 set)

 

 

অতিশীঘ্র বাকিগুলো সাবজেক্টের আমলনামা বানিয়ে ফেলব। ততদিন পর্যন্ত ট্রিট নিয়ে বন্ধুরা অপেক্ষা কর ।

জুলফিকার হায়দার জুনিয়র
Author: জুলফিকার হায়দার জুনিয়র

যত কষ্টই হোক চেষ্টা একটাই গণিতকে পড়ার বিষয় না ভেবে তা খেলার সরঞ্জাম হিসেবে ভাব তবেই গণিত মজা লাগবে নাহলে তা ওই চিরতার রসের মতই তিক্ত স্বাদের অখাদ্য বস্তুই মনে হবে

Permanent link to this article: https://www.borgomul.com/junayed/1687/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

4 comments

Skip to comment form

  1. অনেকদিন পরে একটা কাজের কাজ করছিস। তয় সেট যদি না মিলে তাইলে খবর আছে

    1. কমন না পড়লে আমার কুনু দোষ নাই সব দোষ ওই স্যার ম্যাডামদের 😛

  2. এবার অনুগ্রহ করে তৃতীয় বর্ষের আমলনামাটাও নামিয়ে দেরে ভাই, বড় বিপদে আছি 🙁

    1. মজা নাও মিয়া আমি আগামী বছর থেকে অবসরে যামু চিন্তা ভাবনা করতাসি 😀

মন্তব্য করুন