কবিতাঃ স্যাকামাইসিন

ভালবাসা
তুমি কি শুকনো ফুলের ঝরা পাপড়ী,
নাকি লাল গোলাপের নতুন কলি?

ভালবাসা
তুমি কি সাগরের অবিরাম ঢেউ
নাকি ছিন্ন নদীর থেমে যাওয়া কেউ?
ভালবাসা
তুমি কি মরুভূমির মরীচিকা
নাকি সবুজের কোমল স্নিগ্ধ শোভা
নাকি শ্রাবণ মেঘের অঝর জলধারা?
ভালবাসা
তুমি কি জীবনের হাসি-কান্না-সুখ-দুঃখ
নাকি ধ্বংসের মাঝে হারিয়ে যাওয়া অমূল্য রত্ন?
ভালবাস
তুমি শরীরের সেই ক্ষমতাধর শিরা
নাকি অনুভূতি ছাড়া কিছুই না?

ইমরান
২৩-০৮-১২

ইমরান হোসেন
Author: ইমরান হোসেন

কি পারি আর কি পারি না নিজেই তা জানি না

Permanent link to this article: https://www.borgomul.com/imranhossain/360/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

10 comments

Skip to comment form

  1. ভালোবাসার সংজ্ঞা খুঁজে পেতে দেরি হবে অনেক !!

    1. সহজে পেলে ভালবাসার মজা থাকত না

  2. আসলেই ভাই ভালোবাসা জিনিস টা কি বলবেন কি?

    1. আমি নিজেই কনফিউজ

      1. Fuse ure geche naki? Eto valo likhen kemne? 😀

  3. আমি নিজেই কনফিউজ

  4. ভালোবাসা নিয়ে যখন জানিই না তখন ভালোবাসা নিয়ে গবেষণা করে কি লাভ???????

    1. বাচতে হলে জানতে হবে 😛

      1. সেটা নাহয় বুঝলাম 😀 কিন্তু জানাবেটা কিডা 🙁

        1. সময় হলে জানতে পারবা

মন্তব্য করুন