পাই দিবস

পাই দিবস গাণিতিক ধ্রুবক পাই (π) এর সম্মানে উদযাপনের দিন। পাই-এর মান প্রায় ৩.১৪ হওয়ায়

প্রতি বছর মার্চের ১৪ তারিখ (৩/১৪) পাই দিবস হিসাবে দুপুর ১.৫৯ মিনিটে (৩.১৪ এর পরে তিন ডিজিট ১৫৯)

পালিত হয়।  তাছাড়া ২২-এ জুলাই (২২/৭) তারিখেও পাই দিবস পালন করা হয়ে থাকে (পাই এর মান ২২/৭

এর কাছাকাছি ধরে)। এছাড়াও বছরের ৩১৪-তম দিন, ১০-ই নভেম্বর

(অভিবর্ষ বা লিপ ইয়ারের ক্ষেত্রে ৯-ই নভেম্বর) পালন করা হয়ে থাকে। আরও কিছু সিস্টেম ফলো করে অনেকে

অন্যান্য দিনও পাই-দিবস পালন করে থাকে। প্রথমবারের মতো পাই দিবস পালিত হয়

স্যান ফ্রানসিস্কো-এর একটি বিজ্ঞান জাদুঘরে ১৯৮৮ সালে সসালে। জাদুঘরের বৃত্তাকার স্থানে এর কর্মচারী

ও দর্শনার্থীরা মিলে কেক (পাই) খেয়ে দিনটি উদযাপন করেন। ঐ জাদুঘরের কর্মকর্তা ল্যারি শ এই দিবস

উদযাপনের উদ্যোক্তা বলে তাকে “পাই‌‌-এর রাজপুত্র” বলা হয়।

 

২০০৬ সাল থেকে বাংলাদেশে পাই দিবস উদযাপিত হচ্ছে।বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির

উদ্যোগে দেশে এই দিবস উদযাপন শুরু হয়।

অত্যন্ত আনন্দের সাথে গর্ব করে জানাচ্ছি যে, প্রথমবারের মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের

শিক্ষার্থীরা পাই দিবস হিসেবে ১৪ই মার্চ পালনের উদ্যোগ নিয়েছে (আয়োজক-২য় বর্ষ)।

র‍্যালি, টি-শার্ট এবং সামান্য কিছু খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকবে। এই জন্য চাঁদা নির্ধারণ করেছে জনপ্রতি

মাত্র ২০০টাকা। আমাদের সকলের অংশগ্রহণে আয়োজন প্রানবন্তকর হবে আশা করছি। সবার সর্বাত্মক

সহযোগিতা করার অনুরোধ রইল।

 

ধন্যবাদ সবাইকে

দোলন
Author: দোলন

একরাশ স্বপ্ন নিয়ে গণিত বিভাগে ভর্তি হয়েছিলাম। কিন্তু তা ভেঙ্গে চুরমার হতে ১ সপ্তাহ সময়ও লাগে নি। এখন মনে হয় কোন মতে পাশ করে বের হতে পারলে বাঁচি।

Permanent link to this article: https://www.borgomul.com/emtiazmth/2049/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

মন্তব্য করুন

Discover more from বর্গমূল | Borgomul

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading