পাগলের প্রলাপ- ১

পাগলের প্রলাপ!!!! খুবই পরিচিত একটি শব্দ ! আর আমার এই লেখা হচ্ছে তার লিখিত রূপ । এখানে কিছু উদ্ভট ভাবনার কথা বলব যার হয়তো কোন ভিত্তিই নেই। আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে ভাবি যার কোন অর্থ নেই , অর্থ নেই বললে ভুল হবে , সময়পযোগী অর্থ নেই। হয়তো যা ভাবছি , যা ভেবে অবাক হচ্ছি হয়তো ১০০০+ বছর পর তা নিয়ে ভাবার কারো কোন সময় থাকবে না।

ভূত !!!!! এটা নিয়ে অনেক মত বিরোধ। কেউ কেউ ভূত বিশ্বাস করেন না , আবার কেউ কেউ ভূত বিশ্বাস করেন কিন্তু ভূত কি জিনিস সেটা জানেন না , শুধুমাত্র ভুতের ভয়ে ভূত বিশ্বাস করেন পাছে তিনি আবার ভূত দেখতে পান!!! যাই হোক যার যার বিশ্বাস তার কাছে । তবে জ্বীন রয়েছে, যারা আমাদের দৃষ্টি সীমার বাইরে থাকেন । ধরলাম যত ভৌতিক ব্যাপার ঘটে তার কিছু জ্বীন দ্বারা সংঘটিত , আর বাকি গুলো ভূত দ্বারা। আমরা দিন দিন যতই প্রযুক্তি নির্ভর হচ্ছি ততই মনোরঞ্জন করার মত বিনোদন তৈরি করছি , যা ২য় বার আর মূল্য পায় না । সোজা কথা হচ্ছে বিনোদনের অভাব। এখন আমরা যদি আমাদের পরের ১০০০+ বছর অথবা তার ও বেশি বেশি সময়ের কথা চিন্তা করি তখন দেখা যাবে যে কোন বিনোদনের কোন উৎস নেই !!! আর কাউকে ভয় দেখানোর মত এমন আনন্দদায়ক বিনোদন খুব কমই আছে। ওই প্রজন্মের কাছে হয়তো এমন কোন প্রযুক্তি থাকবে যার মাধ্যমে খুব সহজেই অতীতে যাওয়া সম্ভব হবে ।
তাহলে কি দাড়ালো ?? আমরা যাকে ভূত বলি সে হয়তো আমাদের নাতির নাতির নাতির নাতির……………………… নাতি ।

আমরা আসলে কি দেখি???? ধরা যাক আমার দুই চোখে ১০০এক্স জুমের লেন্স লাগানো আছে । তাহলে আমরা সব কিছুই ১০০ গুন বড় দেখব। তারমানে আমরা যা দেখি আসলেই কি তা এত বড়??? আমরা কি পিপড়ার সমান?? নাকি তার চেয়েও ছোট?? এখন যদি চিন্তা করি আমাদের চোখে বিল্ট ইন ১/১০০ এক্স লেন্স লাগানো। তাহলে কি আমরা হাতির সমান?? নাকি তার চেয়েও বড়???

আমরা কি জীবিত?? আপনার মাথায় তখনই চিন্তা আসবে হ্যাঁ অবশ্যই। নয়ত আমরা চলাফেরা , খাওয়া দাওয়া করছি কিভাবে??? সবই ঠিক আছে ।আমরা সবাই জানি পরকাল বলে একটি দুনিয়া আছে। সেখানে সকল হিসাব নিকাশ হবে। সবার কৃত কর্ম সেখানে দেখানো হবে। এখন কি মনে হয় না যে আপনার কৃত কর্মই আপনি দেখছেন?? তার মানে কি আমরা মৃত???

-চলবে।

Permanent link to this article: https://www.borgomul.com/zahidul-islam-sohag/2873/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

1 comment

  1. ভালো লাগছে

মন্তব্য করুন