মুরগী মুরগী মুরগীঃ মুরগী মুরগী

শিরোনামে এমন অদ্ভুত ভাষা ব্যবহারে নিশ্চয়ই পাঠকের মনে প্রশ্ন আসছে ? অনেকে হয়ত শুধু এই শিরোনাম দেখেই লেখায় ক্লিক করেছেন। কেউ কেউ হয়ত ভাবছেন এই দুর্মুল্যের বাজারে ( নিয়মিত খাওয়া ব্রয়লার মুরগীর কেজি এখন ২০০ টাকা !) কে এত মুরগী মুরগী করছে?

শিরোনাম অদ্ভুৎ হলেও এই শিরোনামের কিন্তু একটি বৈজ্ঞানিক পেপার আছে, যার শিরোনাম Chicken Chicken Chicken: Chicken Chicken

২০০৬ সালের সেপ্টেম্বর মাসে University of Washington এর কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে Doug Zongker একটি পেপার প্রকাশ করেন যার সব শিরোনাম এবং বর্ণনা সবকিছুই আক্ষরিকভাবেই chicken নিয়ে।

পেপারটি পিডিএফ ভার্সন পাওয়া যাবে এখানে। পেপারটির প্রেজেন্টেশন দেখা যাবে এখানে

Md. Noor Faizur Reza
Author: Md. Noor Faizur Reza

আমার যে কাজ ভালো লাগে তা নিয়ে সারাদিন পরে থাকি !

Permanent link to this article: https://www.borgomul.com/rezanur/5220/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

মন্তব্য করুন