২০১৭ থেকে ১৮

নতুন কিছু লিখতে হলে তাকে যে কাঠামোগত কিছু হতে হবে এমন কোন কথা আছে কিনা জানি না তবে আমি এখন কিছুক্ষণ কাঠামো ছাড়া লেখা লিখব । বর্গমুল মুলত গণিত, বিজ্ঞান কিংবা ক্যারিয়ার নিয়ে আলাপ করার জায়গা । দর্শন কিংবা ব্যক্তিগত অনুভূতির জন্য ব্যক্তিগত ব্লগই থাক – এমন একটা ধারণা আমাদের মাঝে আছে । এটা খারাপ না । ঝগড়া-ঝাটি এড়িয়ে থাকা যায় । তবে ক্যারিয়ার নিয়ে আলাপেও আমরা ব্যক্তিগত আলাপ নিয়ে আসতে পারি । যেমন এখন আমি ব্যক্তিগত আলাপ করব কিছুটা ।

২০১৫ এর শেষের দিকে সফটওয়ার ডেভেলপার হিসেবে বাংলাদেশের ষ্টার্টআপ দুনিয়ায় ঢুকলাম । প্রথম চাকরীতে রিকোয়ারমেন্ট এনালাইসিস, জাভাস্ক্রিপ্ট আর ম্যানেজমেন্ট সম্পর্কিত কাজ করলাম বেশি । এরপর ২০১৭ এর মাঝামাঝিতে চলে গেলাম দিনাজপুর । সেটাও একটা ষ্টার্টআপ । এখানে কাজের পরিধি গেল বেড়ে । রিকোয়ারমেন্ট এনালাইসিস থেকে শুরু করে প্রোডাক্ট ডেভেলপমেন্ট এর পর প্রোডাক্ট/প্রজেক্ট ডেলিভারীতেও সমানতালে থাকতে হল । ডেভেলপমেন্টের কাজ করার সময় জাভাস্ক্রিপ্ট এবং পাইথনে কাজ করলাম । ডেলিভারী এর সময় সার্ভার সেটআপের কাজ করলাম । বাংলাদেশে এখনও বিশেষায়িতভাবে শুধুমাত্র নির্দিষ্ট কিছুতে কাজ করার সুযোগ কম । একজনকে মোটামুটি সবই জানতে হয় । আর আমি ইচ্ছা করেই চাপ আরও বেশী পরিমাণে নেই যেন সফটওয়ার প্রোডাক্ট বানানোর চক্রের সবগুলো ধাপ আমি জানতে পারি ।

২০১৭ এর শেষে আরেকটা ষ্টার্টআপে জয়েন করলাম । এখানে কাজের পরিধি আরও বেশি । ১৫ জনের বেশি সদস্য নিয়ে টিম । আমি প্রথম মাসে শুধু মিটিংই করে গেলাম প্রোডাক্টের হালহকিকত বুঝতে । তারপরও অনেক কিছু বোঝা বাকি । কাজ করছি Fintech (Financial Technology) নিয়ে । সারা পৃথিবীতে এখন Fintech এর জয়জয়কার । Paypal এর ষ্টকের দাম হুহু করে বাড়ছে । বাংলাদেশেও এর হাওয়া মাত্র লাগতে শুরু করেছে ।

এখন কাজ করছি পাইথন নিয়ে । আর রিকোয়ারমেন্ট এনালাইসিস এবং টিম ম্যানেজমেন্টের কাজতো আছেই । এই বছর বেসিক জোরালো করার জন্য বেশ কিছু পড়াশুনা করার টার্গেট নিয়েছি । এখন পড়ছি Data Structure and algorithm with python. প্রথম অধ্যায় শেষ হয় হয় অবস্থায় আছি । এটা শেষ হলে Coursera তে Cryptocurrency এর  উপর এই কোর্সটা করার ইচ্ছা আছে । এছাড়াও Coursera তে রিকোয়ারমেন্ট এনালাইসি এবং প্রোডাক্ট ম্যানেজমেন্ট সম্পর্কিত দুইটা কোর্সে ফ্রীতে পড়ার জন্য আবেদন করে রেখেছি । জানুয়ারী এর শেষের দিকে শুরু হবে সম্ভবত কোর্স দুটি । ২০১৮ এর প্রথম ৩ মাস এসব নিয়েই ব্যস্ত থাকা হবে ।  আর টেকনিক্যাল বইয়ের বাইরে অন্য বই পড়ারও একটা তালিকা করা আছে । তবে আমি আলাপটা শুধু ক্যারিয়ার সম্পর্কিত রাখার জন্যই সে প্রসঙ্গ আনলাম না ।

Md. Noor Faizur Reza
Author: Md. Noor Faizur Reza

আমার যে কাজ ভালো লাগে তা নিয়ে সারাদিন পরে থাকি !

Permanent link to this article: https://www.borgomul.com/rezanur/4549/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

1 comment

  1. অনেক কিছু করতেছেন ভাই। ডাটা স্ট্রাকচার নিয়ে একটা সিরিজ লিখে ফেলতে পারেন।

মন্তব্য করুন