Peer Graded Assessment

বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে শিক্ষণীয় বিষয় হচ্ছে ডিসকাসন গ্রুপ। ক্লাসরুমের চাইতে এসব গ্রুপ থেকেই আমি শিখেছি বেশি। এই ডিসকাসন গ্রুপেরই আধুনিক সংস্করণ “Peer graded assessments”।

coursera.org এ একটা অনলাইন কোর্স করতে যেয়ে এটা সম্পর্কে জেনেছি। কোর্সটাতে প্রতি ১৫ দিনে একটা করে essay লিখতে হয়। এই পর্যন্ত দুইটা essay লিখতে হয়েছে। এখানে মার্কিং করে কোর্সে অংশগ্রহণ করা অন্যান্য মেম্বাররা। সবার দেওয়া নাম্বারের উপর ভিত্তি করে অ্যাভারেজ নাম্বার কাউন্ট করা হয়। এই পদ্ধতিকে বলে “peer grading”। সাথে সাথে নিজের essay সম্পর্কেও নিজেকে নম্বর দিতে হয়। এভাবে শিখালে নাকি ছাত্রদের উন্নতি দ্রুত হয়। আর নাম্বারিংয়ের শেষে essay এর লেখককেও ফিডব্যাক দিতে হয়। এমনকি নিজেকে নিজেও ফিডব্যাক দেওয়া লাগে।

যাই হোক, কিছুদিন আগে একটা essay লিখেছিলাম “Impact of programming in our world and does programming need to make mandatory in schools” এই টপিকের উপর। এটাতে ভালো ফিডব্যাক পেয়েছিলাম। আমার essay রেটিং পেয়েছে ১০ এ ১০।

এখানে আমি essay টা অ্যাাড করে দিচ্ছি।

New Microsoft Word Document

আমার পাওয়া ফিডব্যাক-

self → Good essay. It would be more interesting if some innovative real world examples are included ! (এটা নিজেকে দেওয়া নিজের ফিডব্যাক)
peer 1 → well done like a lot perfect score keep on good job.
peer 2 → A good read!
peer 3 → It was really very nice to read. I especially liked the way you elaborated the context!!!

Md. Noor Faizur Reza
Author: Md. Noor Faizur Reza

আমার যে কাজ ভালো লাগে তা নিয়ে সারাদিন পরে থাকি !

Permanent link to this article: https://www.borgomul.com/rezanur/2388/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

মন্তব্য করুন