কবিতাঃ আমি তো কোন কবি নই

আমি কি করে করব পূর্ণিমা চাঁদের রূপের বর্ণনা,
কিভাবে বুঝাব আমি সেই রাতে খালি মাঠে হাঁটার অনুভূতি,
আমি তো কোন কবি নই।

আমি কি করে লিখব তারাভরা রাতের সৌন্দর্যের কথা,
কিভাবে বুঝাব আমি সেই রাতে খোলা আকাশের নিচে শুয়ে তারা গুনার অনুভূতি,
আমি তো কোন কবি নই।

কোন ছন্দে লিখব আমি রিমঝিম বৃষ্টির অপূর্ব ছন্দ,
কিভাবে প্রকাশ করব আমি ঝুম বৃষ্টিতে দাপাদাপির আনন্দ,
আমি তো কোন কবি নই।

কেমন করে লিখব আমি উদীয়মান সূর্যের সৌন্দর্যের কথা,
কি করে বলব সেই দৃশ্য দেখার সুখের কথা,
আমি তো কোন কবি নই।

কি করে লিখব আমি অস্তমিত সূর্যের টুপ করে ডুবে যাওয়ার কথা,
কেমন করে প্রকাশ করব সেই মায়াময় দৃশ্য,
আমি তো কোন কবি নই।

আমি কি করে করব বর্ণন প্রেয়সীর অপরূপ মুখমণ্ডল,
কিভাবে বুঝাব প্রেয়সীর চোখের গভীরে চেয়ে থাকার অনাবিল সুখের আনন্দমাখা অনুভূতি,
আমি তো কোন কবি নই।

০৩ আগস্ট ২০১৩

Permanent link to this article: https://www.borgomul.com/mhamha/1052/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

মন্তব্য করুন