Travel Around Europe with Erasmus Mundus Scholarship

২ বার Erasmus Mundus Scholarship (২০১২ তে Action 2 (পোল্যান্ড)এবং ২০১৩ তে Action 1 (ইতালি-জার্মানি-ইতালি)) পাবার ছোট্ট অভিজ্ঞতা, হয়তো আমার ছোট – বড় ভাই বোনদের অনেক সাহায্য করবে।

Erasmus Mundus is a prestigious scholarship given by the European Union. The amount of scholarship is more than enough to live a better life where you can get monthly scholarship 1,000EURO for B.Sc, M.Sc and 1,500 EURO for PhD with two air tickets plus health insurance. You don’t have to pay tuition fee because EU will pay for you. Also, you don’t need to think about work, like TA/RA. So, during free time you have an ample opportunity to travel around whole Europe !!!!

এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন শুরু হয় প্রতি বছর সেপ্টেম্বর এ। যারা ২০১৫ সালের জন্য অ্যাপ্লাই করবে তাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আর শেষ হবে আগামি বছর ফেব্রুয়ারীতে (কিন্তু নতুন প্রোগ্রাম চালু হচ্ছে বলে LEADER এর এ বছর এপ্লিকেশন শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে )। তবে মনে রাখতে হবে বিষয় অনুসারে ডেড লাইন আলদা। কিছু প্রোগ্রাম ডিসেম্বরেই ডেড লাইন শেষ হবে। Highest ৩ টা প্রোগ্রাম এ অ্যাপ্লাই করা যাবে, এর বেশি অ্যাপ্লাই করলে সকল প্রোগ্রামের জন্য অটোমেটিক বাতিল বললে গণ্য হয়ে যাবে !!!! অ্যাপ্লাই এর জন্য কোন ফিস নেই। অনলাইন অ্যাপ্লিকেশন তাই টাকা খরচ করে অ্যাপ্লিকেশন পাঠাবার কোন চিন্তা নেই।

সাধারনত এই স্কলারশিপ এর জন্য অনেক বিষয় বিবেচনা করা হয়। Undergraduate CGPA+ Job Experience+Recommendation Letter+English Proficiency (IELTS/TOEFL at-least 6.5 or 85 IBT)+Publication+ Important Motivation Letter+Research Proposal (For PhD). এখানে বলে রাখা ভাল, যাদের অনার্স ছিল ইংরেজিতে তাদের জন্য ইংরেজি ভাষা টেস্টটা জরুরী না, কিন্তু সিলেক্ট হওয়ার ক্ষেত্রে যথেষ্ট প্লাস পয়েন্ট !!! তাই দিয়ে অ্যাপ্লাই করাই ভাল !!! সাবজেক্ট অনুসারে মারকিং আলদা। তবে সব প্রোগ্রাম একই সিস্টেম অনুসরন করে। After reviewing the application they will make the short list and will announce that short listed candidate will be interviewed through skype (Depend on Program but for PhD this interview is must). Different subject has different policies, but each program has well described web page, so before apply read carefully your desire program web page, specially eligibility criteria, courses, Study Language (In Action 1 program it is must in English, But in Action 2 sometimes it is required to study in local Language, depending on University ) . কিছু প্রোগ্রাম শুধু অ্যাপ্লিকেশন দেখে ফাইনাল লিস্ট দেয়। ২ বা ৩ টা সাবজেক্ট এর জন্য সিলেক্ট হলেও একটা স্কলারশিপ accept করা যায়।

তাহলে, আজকে থেকেই প্রস্ততি শুরু করে দাও/দিন। সুন্দর একটা Motivation Letter লিখার সময় এখনই। Motivation Letter এর সময় খেয়াল রাখা প্রয়োজন যে সব কিছু যেন গোছানো লেখা থাকে, যেমন আপনি কে? কি নিয়ে কাজ করতেছেন, যেই প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন, কেন করেছেন? কি কাজে লাগাবেন, আর ইউরোপিয়ান ইউনিয়ন সব সময়ই খুশি হয় যদি আপনি লিখেন অর্জিত শিক্ষা আপনার নিজের দেশে এসে ব্যবহার করবেন, মানে হচ্ছে আপনার লক্ষ যাই থাকুক, আপনাকে বোঝাতে হবে যে আপনার উদ্দেশ্য শুধুই শিক্ষা নেয়া, কিন্তু নিজের Motivation Letter নিজেই লিখবেন দয়া করে !!! সব চেয়ে গুরুত্বপূর্ণ সব ডকুমেন্ট স্ক্যান করে পি, ডি, এফ করে রাখা কারন সব upload করে দিতে হয়। রিকমেন্ডেশনের জন্য দুজন কে ঠিক করে রাখা যে যদি মেইলের মাধ্যমে চাওয়া হয় যেন তারা ডেডলাইনের মধ্যে দিয়ে দেয় ! তবে আপনি দেখতে পারবেন তারা দিয়েছে কি না, সেটা আপনার মেইলে চলে আসবে, কিন্তু কি লিখেছে সেটা দেখতে পারবেন না, সুতরাং এমন দুজন ঠিক করুন যারা আপনার সম্পর্কে জানে, তবে এটাও ঠিক ইউরোপের মেক্সিমাম প্রফেসর জানেন, ভাল কিছুই থাকবে, যে কারণেই তো রিকমেন্ডেশন !!! কিন্তু কেউ যদি লিখে যে আপনি তার সাথে রিছার্চ করেছেন, আপনার রিছার্চে ঝোঁক আছে, সেটা একটু পয়েন্ট আউট হয় !!! আমি যখন অ্যাপ্লাই করি, আমাকে সহায়তা করেছিল সোহানা মেডাম ও সানোয়ার স্যার, তাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ !!! তাই দায়িত্ববোধ থেকে আমি সব তুলে আনার চেষ্টা করলাম, Finally, If you face any problem then better google চাচ্চুকে জিজ্ঞাসা করা, মুরুব্বি সব প্রশ্নের উত্তর দিয়ে দিতে আপনার অপেক্ষায় আছেন Or i am here to share my Experience. All the best for upcoming day.
(আমি যে কথাগুলো লিখলাম, সংগৃহীত (Mizanur Rahman Nirob, posted in EM-BD) কিন্তু আমার সাথে যথেষ্ট মিল থাকায় নিলাম এবং গুগুল থেকে নেয়া)
——————————————————————————
S.M. Atiqur Rahman Chowdhury
Erasmus Mundus M.Sc in Mathematical Modelling in Engineering (MathMods)
Department of Mathematics and Informatics
University of Hamburg, Germany.
&
Department of Mathematical Engineering
University of L’Aquila, Italy

Country Representative of Bangladesh
Erasmus Mundus Student Alumni Association. (EMA)
E-mail: Chowdhury_sher@yahoo.com ; bangladesh@em-a.eu48115_623077094386154_2123474603_n 251755_534469483246916_495233207_n 1268674_732640633429799_29771388_o 1455024_779117692115426_796805518_n 10378074_956948710998989_2137794635503561222_n 10608203_959899210703939_3138123307226926612_o 10620617_955015027859024_599814219546672212_n 10620639_956622467698280_5730376476277847826_n 10636220_955026234524570_7773092194240400394_n WP_20140917_157 10639710_10204703572530102_8946774370445041965_n 10432128_10204722680167781_1863958459848000883_n 10496021_958830044144189_6885998919419450474_o 10557082_10204683326423962_1084046907206359645_o

Permanent link to this article: https://www.borgomul.com/leatique/2956/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

1 comment

  1. আজ থেকে কয়েক বছর আগে এভাবে যদি কেউ এসব শেয়ার করত তাহলে পড়াশুনা করার একটা ভালো মোটিভেশন পেতাম। ধন্যবাদ শেয়ারের জন্য। I hope Juniors of Math, DU would take benefit of it.

মন্তব্য করুন