1st Borgomul Open Poject: Ludo (Online Playing Test) [Post – 01]

বর্গমূলের সবারই হয়ত কিছুদিন আগ থেকে জানা, যে আমরা একটা লুডু গেম তৈরির কথা ভাবছিলাম। সেটারই প্রথম পোস্ট লিখি লিখি করে লেখা হচ্ছিলনা। অগ্রগতি যা হয়েছে, তা মোটামুটি। একটা ৩ডি লুডো জন্মেছে। তার একটি ছক্কা আছে, কয়েকটি গুটি আছে। স্পেসবার চাপলে, মাউসে লেফট ক্লিক করলে ছক্কাটা ঘোরে। খানিক শব্দ করে, লুডু বোর্ডটার উপর ড্রপ করে, ওঠে নামে। মাউস এর মুভমেন্ট অবশ্য আমি লিখিনি, ওটা নিয়ে পাইথনের একটা রেডিমেড কোড পেলাম। Acknowledge করা আছে ঠিক মত।

যদ্দুর এগিয়েছে, সেটা আমি geta3d তে আপলোড করলাম। এখানথেকে সরাসরি লুডুটা খেলাও যাবে! তবে 26 MB -এর Burster প্লাগইন নামিয়ে ইন্সটল করতে হবে। এই লিঙ্ক-এ আমাদের লুডুটা রেখেছিঃ

http://geta3d.com/index.php?option=com_content&view=burster&id=50&file=3d521c04122417b7224350205ef91700

Burster ইন্সটল করে ব্রাউজার রিস্টার্ট দেওয়ার পরও একবারে লিঙ্কটা ওপেন না হলে দু’একবার রিফ্রেশ করলে ওপেন হবে আশা করি। 🙂  (এইমাত্র ওপেন হতে প্রবলেম করল, তাই লিখলাম :-p )

 

কয়েকদিন মনে হয় প্রচন্ড ব্যস্ত থাকব। সুতরাং অজগরেরা পাইথন নিয়ে প্ল্যান করতে থাকো কিভাবে গেমলজিক গুলো খাটানো যায়। আমি কিছু সময়ের জন্য facebook -এর বাইরে আছি। সুতরাং বর্গমূলেই রিপ্লাই আশা করছি। সবাইকে, এস্পেশালি  চন্দ্র, আরিফিন এবং অন্যান্য  এ্যাডমিনদের অনুরোধ করছি, বর্গমূলের ফেসবুক পাতায় লুডুটির অনলাইন প্লেয়িং লিঙ্কটা শেয়ার করতে এবং মানুষজনের ফীডব্যাক জানতে।

বাইদাওয়ে, টেক্সচার বেকিং ফেকিং হেনতেন কিছুই এখনো করিনি। সুতরাং এখনো গেম-এর চেহারাটা গোবেচারা টাইপ-ই আছে। 😐

borgomulLudoKadamati

 

 

Galib Hassan
Author: Galib Hassan

Mischief Managed.. 😉

Permanent link to this article: https://www.borgomul.com/kada-mati/873/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

5 comments

Skip to comment form

  1. keu mone hoy ekhono kheley dekheni.. :'(

  2. আমি খেলেছি:D
    ছক্কাটা এত সুন্দর ঘোরে,দেখলেই মজা লাগে।

  3. আমি খেলে আবার মন্তব্য করছি। তবে আগেই একটা কমেন্ট দিয়ে গেলাম, “Mischief is being smartly managed !”

  4. ছক্কা টা আসলেই ঘুরাতে অনেক মজা লাগে। যতক্ষণ ধরে রাখা যায় উপরের দিকে উঠতে থাকে, তারপর ড্রপ করার সময় ইফেক্টটা খুব সুন্দর হয়েছে ! 🙂

  5. let me ask you a question first. ছক্কাটা কি কালো দেখায়? আমি ধীমানের ল্যাপটপ থেকে টেস্ট করতে গিয়ে দেখলাম ছক্কাটা কালো। টেক্সচার ম্যাপ হয়নি মনে হয় ঠিকমত। লুডুবোর্ড এবং আর সব জিনিস পত্র কেমন রঙের দেখায় সেটাও জানা দরকার। আমার রানটাইমে ঠিক এই পোস্টের ছবির মত দেখায়।

মন্তব্য করুন