নিঃস্বার্থ ভালোবাসা- What is Love ?

অনন্ত জলিল ভাইয়ের থুক্কু স্যারের নি:স্বার্থ ভালোবাসার কিছু মজার সীন ছিল । সেইগুলাকে একটু ছন্দের মাধ্যমে উপস্থাপন করলাম আরকি।

গুলি করে করতে পারো
আমার দিলে ফুটো
নাহয় ছুড়ে মারতে পারো
তোমার পায়ের জুতো

গ্রেনেড মেরে দিতে পারো
দিলটা আমার পুড়ে
নাহয় কেটে ছুড়ি দিয়ে
দিলটা ফেল দুরে

যাইবা কর মরবেনা এই
অবুঝ দিলের আশা
যেথায় তোমার জন্য ছিল
নি:স্বার্থ ভালোবাসা

– ২৭/০৮/২০১৩ইং

জুলফিকার হায়দার জুনিয়র
Author: জুলফিকার হায়দার জুনিয়র

যত কষ্টই হোক চেষ্টা একটাই গণিতকে পড়ার বিষয় না ভেবে তা খেলার সরঞ্জাম হিসেবে ভাব তবেই গণিত মজা লাগবে নাহলে তা ওই চিরতার রসের মতই তিক্ত স্বাদের অখাদ্য বস্তুই মনে হবে

Permanent link to this article: https://www.borgomul.com/junayed/855/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

4 comments

Skip to comment form

  1. চরম

    1. ধন্যবাদ ভাই 🙂

  2. ওয়াট ইস লাভ ?? 😛

  3. শালা তুই লেখার আর কোনই টপিক পাস নাই না? 😛

Leave a Reply to আরিফিন রহমান Cancel reply