কবিতাঃ স্বদেশ

যখন বুলেটের শব্দে

স্তব্ধ ধরা

যখন দরজায়

করা নাড়ার শব্দে আতংক

তখন তুমি আমার।

যখন ভোরের আলোয়

স্নিগ্ধ সকাল

যখন ঘরে ঘরে

নবান্ন উৎসব

তখনও তুমি আমার।

যখন রাজপথে

লাল মিছিল

বুলডোজার ভাংগে বিল্ডিং

তখন তুমি আমার।

যখন প্রেয়সীর

মেহেদীর রঙ মুছে যায়

খালি হয় মায়ের বুক

তখনও তুমি আমার।

যখন উন্নায়নের নামে চলে

ক্ষমতার অপব্যবহার

স্বাধীনতা আর ধর্মীয় চেতনা হয়

ভোটের রাজনীতির হাতিয়ার

সংবাদ পত্রে মিথ্যার ছড়াছড়ি

তখনও তুমি আমার।

যখন বুদ্ধিজীবিদের

বুদ্ধি বিক্রির পায়তারা

শান্তির নামে হিংস্রতার বহিঃপ্রকাশ

তখনও তুমি আমার।

তুমি আমার চেতনায়, উদ্দিপনায়

আমার প্রিয় স্বদেশ।

ইমরান হোসেন
Author: ইমরান হোসেন

কি পারি আর কি পারি না নিজেই তা জানি না

Permanent link to this article: https://www.borgomul.com/imranhossain/977/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

মন্তব্য করুন