হেফাজতে গণিত

 

” সিজিপিএ বাড়াও, গণিত বাচাও- দেশ বাচাও” এই স্লোগানকে ধারণ করে গত ৩২.১২.১৩ তারিখে গণিত বিভাগের বেছিক অস্থির কিন্তু রেজাল্ট খারাপ শিক্ষার্থীদের নিয়ে  ১৩ দফা দাবির ভিক্তিতে  গঠিত হয়েছে  ” হেফাজতে গণিত” নামক সম্পূর্ণ অরাজনৈতিক ডানপন্থী বাম ধারার সংগঠন।

 

এ দল কর্তৃক উত্থাপিত দাবীগুলো হল :

 

১) হরতাল বা অন্য যে কোন কারণে কোন Incourse মিস হয়ে গেলে উহাতে প্রত্যেক শিক্ষার্থীকে পূর্ণ নম্বর দিতে হবে 
২) যেকোন Incourse তে এটেণ্ড করলেই ৫০% নম্বর প্রদান করতে হবে ।
৩) কোন শিক্ষার্থীর ক্লাশ এটেণ্ডেন্স ৫০% থাকলেই তাকে এটেণ্ডেসে পূর্ণ নম্বর দিতে হবে ।
৪) যেকোন কারণবশত কোন ক্লাশ না হলে এরজন্য শিক্ষক-শিক্ষিকাগণ এক্সট্রা ক্লাশ দিয়ে ছাত্রছাত্রীদের হয়রানিতে ফেলতে পারবেন না……………
৫) হরতাল কিংবা অন্যান্য কারণে কোন ল্যাব অনুষ্ঠিত না হলে উক্ত ল্যাব পুনরায় নেয়া যাবে না এবং তাতে প্রত্যেককে পূর্ণ নম্বর দিতে হবে
৬) কোন ল্যাব Assignment জমা দিলে তা রিপিট দিয়ে শিক্ষার্থীদের হয়রানি করা যাবে না ।
৭) ল্যাব কোর্সগুলোতে ন্যূনতম A গ্রেডের নিচে কোন শিক্ষার্থীকে দেয়া যাবে না ।
৮) ল্যাব এক্সামে অভিন্ন কোশ্চিন প্রথা চালু করতে হবে এবং অন্যের ফোল্ডার থেকে কপি করে নিজের ফোল্ডারে পেস্ট করাকে বৈধতা দিতে হবে
৯) ক্লাশে কিংবা ল্যাবে কেউ  কোন শিক্ষার্থীর সাথে অসৌজন্যমূলক ব্যবহার করলে  উহাকে  অবিলম্বে “কারণ দর্শাও” নোটিশ প্রদান করতে হবে ।
১০) ফাইনাল খাতায় পরিক্ষার্থী কোন প্রশ্নের উত্তর লিখলেই তা ভুল হলেও পরিক্ষার্থীর পরিশ্রম বাবদ তাকে ৪০% নম্বর দিতে হবে এবং খাতায় উচ্চ হারে পার্শিয়াল মার্কিং পরিমাণে করতে হবে ।
১১) ফাইনালে গত বছরের কোয়েশ্চন পেপার থেকে কমপক্ষে ৮০% প্রশ্ন রিপিট করতে হবে ।
১২) কোন পরিক্ষার্থী জিপিএ ৩.৮০ এর নিচে পেলে শিক্ষক এবং পরীক্ষককে জবাবদিহি করতে হবে । 
১৩) পি এ এল এর সময় একমাসের জায়গায় শিক্ষার্থীদের লেখা-পড়ার সুবিধার্থে  দুই মাস করতে হবে ।

 

[error]বিঃদ্রঃ সংশ্লিষ্ট কেউ এটিকে অন্যভাবে নেবেন না আর আগামীতে হেফাজতে গণিত জাতীয়  নির্বাচনে যাবে না পিঃ পিঃ পিঃ  [/error]

 

 

ইমরান হোসেন
Author: ইমরান হোসেন

কি পারি আর কি পারি না নিজেই তা জানি না

Permanent link to this article: https://www.borgomul.com/imranhossain/1715/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

2 comments

  1. এবার তবে গণিতের হেফাজত হচ্ছেই ! 😀

    1. না হয়ে উপায় নাই 🙂

মন্তব্য করুন