ফিল্ডস পদক

FieldsMedalFrontFieldsMedalBaddckস্বর্ণপদক ! কে না চায় গলায় ঝুলাতে । তবে সেই স্বর্ণপদক যদি হয় ফিল্ডস পদক তবে তা হবে একজন গণিতবিদের জন্য অনন্য পাওয়া । ফিল্ডস পদক যা অনেক সময় গণিতে অনবদ্য আবিষ্কারের জন্য আন্তর্জাতিক পুরষ্কার হিসেবে বিবেচনা করা হয় । দুই, তিন অথবা চার জন গনিতবিদকে একসাথে এই পুরষ্কার দেয়া হয় এবং তাদের বয়স অবশ্যই ৪০ বছরের মধ্যে হতে হবে । এজন্য এই পদককে একজন তরুণ গণিতবিদের জন্য সর্বাধিক সম্মানজনক পুরষ্কার হিসেবে বিবেচনা করা হয় ।

১৯২৪ সালে টরেন্টোতে ইন্টারন্যাশনাল কংগ্রেস অব ম্যাথম্যটিশিয়ান সিদ্ধান্ত নেয় যে গণিতে উল্লেখযোগ্য অবদানের জন্য দুটি স্বর্ণপদক পুরষ্কার দেয়ার জন্য । তখন কংগ্রেসের সভাপতি ছিলেন জন চার্লস ফিল্ডস । তিনি এই পুরষ্কার প্রদানের জন্য একটি তহবিল গঠন করেন এবং অনুদান দেন । পরবর্তীতে এই কানাডিয়ান গণিতবিদ সম্মানার্থে এই পদকের নামকরণ করা হয়েছে । প্রথমে দুটি করে স্বর্ণপদক প্রদান করা হলেও পরবর্তীতে ১৯৬৬ সালে সর্বোচ্চ চারটি স্বর্ণপদক দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় ।

ফিল্ডস পদকের নকশা করেন কানাডিয়ান ভাস্কর রবার্ট টেইট ম্যাকেঞ্জি । পদকের উপর পাশে আর্কিমিডিসের মুখমণ্ডলের ডান পার্শ্বের অবয়ব অঙ্কন করা হয়েছে । পদকের উপর দিকে বৃত্তাকার ভাবে লেখা “TRANSIRE SUUM PECTUS MUNDOQUE POTIRI” যার ইংরেজি অনুবাদ “To transcend one’s spirit and to take hold of (to master) the world” । ডিজাইনার রবার্ট টেইট ম্যাকেঞ্জির নামের সংক্ষিপ্ত রূপ আকারে লেখা আছে RTM । এছাড়া রোমান নাম্বারে লেখা আছে MCNXXXIII যা ১৯৩৩ সালকে নির্দেশ করে যদিও সঠিক ভাবে এটি হবে MCMXXXIII .

পদকের উল্টো পাশে লেখাঃ
CONGREGATI
EX TOTO ORBE
MATHEMATICI
OB SCRIPTA INSIGNIA
TRIBUERE
যার ইংরেজি অনুবাদঃ “The mathematicians having congregated from the whole world awarded (this medal) because of outstanding writings” । এবং TRIBUERE শব্দটি হচ্ছে tribuerunt শব্দের সংক্ষিপ্ত রূপ ।
এই লেখার পিছনে আর্কিমিডিসের সমাধিক্ষেত্রের প্রতিকৃতি দেয়া আছে একটি গাছের ডাল সহ । এবং তার পিছনে একটি সিলিন্ডারের মধ্যে একটি গোলকের নকশা আঁকা হয়েছে যা আর্কিমিডিসের উপপাদ্য বোঝায় । উপপাদ্যটি হলঃ একটি সিলিন্ডার ও একটি গোলকের উচ্চতা ও ব্যাস সমান হলে তাদের আয়তনের অনুপাত ২/৩ এর সমান হবে ।
এবং পদকের রিমে পদক বিজয়ীর নাম লেখা থাকে ।

পদকটি ১৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি, ব্যাস ৬৩.৫ মিলিমিটার । এর মূল্য ৫৫০০ কানাডিয়ান ডলার । এছাড়া ২০০৬ সাল থেকে বিজয়ীদেরকে পদকের সাথে ১৫০০০ কানাডিয়ান ডলার অর্থমূল্য পুরষ্কার হিসেবে দেয়া হচ্ছে ।

১৯৩৬ সালে প্রথম ফিল্ডস পদক দেয়া হয় । এরপর বিশ্বযুদ্ধের ফলে দীর্ঘদিন তা বন্ধ থাকে । ১৯৫০ সাল থেকে নিয়মিত ৪ বছর পর পর এই পদক দেয়া হচ্ছে । নীচে সাল ও পদক বিজয়ীদের নাম দেয়া হল ।

  • ১৯৩৬ ফিনিশ গণিতবিদ লারস আলফ্রস এবং আমেরিকান গণিতবিদ জেসি ডগলাস।
  • ১৯৫০ সালে ফরাসী গণিতবিদ লরেন্ট স্কোয়ার্জ এবং নরওয়ের গণিতবিদ এটল সেলবার্গ ।
  • ১৯৫৪ সালে জাপানী গণিতবিদ কুনিহিকো কোদাইরা এবং ফরাসী গণিতবিদ জিন পিয়েরে সেরে ।
  • ১৯৫৮ সালে যুক্তরাজ্যের গণিতবিদ ক্লাউস রথ এবং ফরাসী গণিতবিদ রেনে থম ।
  • ১৯৬২ সালে সুইডিশ গণিতবিদ লার্স হরমান্দার এবং আমেরিকান গণিতবিদ জন মিলনর ।
  • ১৯৬৬ সালে যুক্তরাজ্যের গণিতবিদ মিশেল আতিয়াহ, আমেরিকান গণিতবিদ পল জোসেফ কোহেন এবং স্টিফেন স্মেল, এবং গণিতবিদ আলেকজেন্ডার গ্রোথেন্ডিক ।
  • ১৯৭০ সালে যুক্তরাজ্যের গণিতবিদ অ্যালেন বেকার, জাপানী গণিতবিদ হিসুকে হিরোনাকা, সোভিয়েত ইউনিয়নের গণিতবিদ সের্গেই নোভিকভ, আমেরিকান গণিতবিদ জন গ্রিগস থমসন ।
  • ১৯৭৪ সালে ইতালীয় গণিতবিদ এনরিকো বোমবিরি, আমেরিকান গণিতবিদ ডেভিড মামফোর্ড ।
  • ১৯৭৮ সালে বেলজিয়ামের গণিতবিদ পিয়েরে ডেলিগনে, সোভিয়েত ইউনিয়নের গণিতবিদ গ্রিগোরি মারগুলিস, আমেরিকান গণিতবিদ চার্লস ফেফারমান এবং ড্যানিয়েল কুইলেন ।
  • ১৯৮২ সালে ফরাসী গণিতবিদ অ্যালাইন কোনেস, আমেরিকান গণিতবিদ উইলিয়াম থার্সটন এবং শিং থুন ইয়াও ।
  • ১৯৮৬ সালে যুক্তরাজ্যের গণিতবিদ সিমন ডোনাল্ডসন, পশ্চিম জার্মানির গণিতবিদ জার্ড ফাল্টিংস, আমেরিকান গণিতবিদ মিশেল ফ্রেডম্যান ।
  • ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের গণিতবিদ ভাদিমির ড্রিফেল্ড, নিউজিল্যান্ডের গণিতবিদ ভন ফ্রেড্রিক র‍্যান্ডাল জোন্স, জাপানী গণিতবিদ শিগেফুমি মোরি, আমেরিকান পদার্থবিদ এডওয়ার্ড উইটেন ।
  • ১৯৯৪ সালে বেলজিয়ামের গণিতবিদ জিন বোরগেইন, ফরাসী গণিতবিদ পিয়েরে লুইস লায়ন্স এবং জিন ক্রিস্টোফার ইওকোজ, রাশিয়ার গণিতবিদ এলফিম জেলমানভ ।
  • ১৯৯৮ সালে যুক্তরাজ্যের গণিতবিদ রিচার্ড বোরচার্ডস এবং টিমথি গয়েরস, রাশিয়ার গণিতবিদ ম্যাক্সিম কোন্টভিচ, আমেরিকান গণিতবিদ কার্টিস ট্রেসি ম্যাকমুলেন ।
  • ২০০২ সালে ফরাসী গণিতবিদ লরেন্ট ল্যাফোর্জ, রাশিয়ার গণিতবিদ ভাদিমির ভভোস্কি ।
  • ২০০৬ সালে রাশিয়ার গণিতবিদ আন্দ্রে ওকোনকভ, গ্রিগ্ররি পেরেলম্যান, অস্ট্রেলিয়ার গণিতবিদ টেরেন্স টাও, ফরাসী গণিতবিদ ওয়েন্ডিলেন ওয়ারনার ।
  • ২০১০ সালে ইসরাইলের গণিতবিদ এলন লিন্ডেন্সট্রস, ভিয়েতনামের গণিতবিদ নাও বা চাও, রাশিয়ার গণিতবিদ স্ট্যানিল্যাভ মিরনভ, ফরাসী গণিতবিদ সেড্রিক ভিলানি ।

জিন পিয়েরে সেরে সর্বকনিষ্ঠ গণিতবিদ যিনি ২৭ বছর বয়সে ফিল্ডস পদক পেয়েছেন । এছাড়া এডওয়ার্ড উইটেন হচ্ছেন এখন পর্যন্ত একমাত্র পদার্থবিদ যিনি এই পদক পেয়েছেন । আশির দশকের আগ পর্যন্ত বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক সমস্যার কারণের অনেক গণিতবিদ ফিল্ডস পদক নিতে পারেনি এবং গ্রিগ্ররি পেরেলম্যান পুরষ্কার পেয়েও গ্রহণ করেনি ।

  • দেশভিত্তিক ফিল্ডস পদকঃ আমেরিকা ১২ টি, ফ্রান্স ১০ টি, সোভিয়েট ইউনিয়ন ৩ টি, রাশিয়া ৬ টি, যুক্তরাজ্য ৬ টি, জাপান ৩ টি, বেলজিয়াম ২ টি এবং পশ্চিম জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, ইসরাইল, ইতালি, নরওয়ে, সুইডেন, ভিয়েতনাম ১ টি ।

ফিল্ডস পদকের জন্য ৪০ বছর বয়স সীমার উদ্দেশ্য হল তাড়াতাড়ি কাজ সমাধা করে সবার জন্য উন্মুক্ত করা । এর ফলে নিজে যেমন নতুন অর্জনের জন্য অনুপ্রাণিত হয় তেমনি অন্যরাও নতুন কিছু আবিষ্কারের আগ্রহ লাভ করে । তবে ফিল্ডস পদক বিজয়ীর সবচেয়ে বড় সম্মান হলো ইন্টারন্যাশনাল ম্যাথম্যটিক্যাল ইউনিয়ন কর্তৃক স্বীকৃতি লাভ ।

ফিল্ডস পদক গলায় ঝুলাতে চাও ? তারুণ্যের শক্তি নিয়ে নিজেকে গণিতের গবেষণায় নিয়োজিত কর, খুলে দাও গণিতের এক নতুন দুয়ার ।

 

রেফারেন্সঃ

http://www.mathunion.org/general/prizes/fields

http://en.wikipedia.org/wiki/Fields_Medal

Permanent link to this article: https://www.borgomul.com/arunav/713/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

মন্তব্য করুন