“স্বাক্ষর” শিক্ষা সফর স্মরণিকা ২০১৩

shakkhor

“স্বাক্ষর” শিক্ষা সফর স্মরণিকা – ২০১৩

 

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে।।

 

সময়, সে এক মরীচিকা। যা আজ বর্তমান, আগামীকালই তা অতীত। স্মৃতি হাতড়ালে মনে পড়ে এইতো সেদিন প্রথম বর্ষে ভর্তি হলাম। অসংখ্য স্মৃতি আর বর্ণিল স্বপ্ন দেখতে দেখতে চারটি বছর শেষ হওয়ার পথে। ক’দিন পরেই প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনের সমাপ্তি। বন্ধু- বান্ধব যে যার মতো কর্মজীবনের স্রোতে হারিয়ে যাবে। বিশ্ববিদ্যালয় জীবনের ক্রান্তিলগ্নে এই বর্ণিল অধ্যায়কে স্মৃতিময় রাখতে আমারা শিক্ষা সফর আয়োজন করেছি। সব কিছু ঠিক থাকলে আগামী ১৩ ডিসেম্বরে (শুক্রবার)দুপুর ২টার ফ্লাইটে শিক্ষকসহ মোট ৪৪ জন শিক্ষা সফরের উদ্দেশ্যে নেপালের পথে রওনা হচ্ছি। প্রায় ৬ দিনের এই ভ্রমণে যোগ হবে নতুন অভিজ্ঞতা। যোগ হবে নতুন স্মৃতি। এই শিক্ষা সফরকে স্মরণীয় রাখতে আমরা “স্বাক্ষর” শিরোনামে একটি স্মরণিকা প্রকাশ করলাম। বর্গমূলের সকল পাঠকের উদ্দেশ্য এই স্মরণিকা অনলাইনেও প্রকাশ করা হল।

স্বাক্ষর – ডাউনলোড করুন (http://bit.ly/shakkhor)

সকলের কাছে শুভকামনা আশা করছি।

Permanent link to this article: https://www.borgomul.com/rafiq/1659/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

2 comments

  1. রফিক ভাই হার্ড কপি চাই 🙂

  2. হলে এসে নিয়ে যাইস। আমার কাছে অগাধ পরিমান আছে। @ জুলফিকার হাদার জুনিয়র

মন্তব্য করুন