The Road to Reality

The Road to Reality. একদম Prologue-এর প্রথম শব্দটি থেকে ১০৪৯ তম পৃষ্ঠার শেষ শব্দটি পর্যন্ত গোগ্রাসে গেলার মত একটা বই। প্রথম দিকটা হিস্ট্রি, ফ্লাশব্যাক, এবং ছোটখাট অংকের গল্প। তারপর শুরু হয় রিগরাস ম্যাথম্যাটিক্স। রীমান সার্ফেস, ফুরিয়ার এ্যানালিসিস, কোয়ার্টারনিয়ন, ক্লিফোর্ড এবং গ্রাসম্যান এ্যালজেব্রা, সীমেট্রি গ্রুপ, ম্যানিফোল্ড এবং ফাইবার বান্ডল – এসব নিয়ে গল্পের মত কথা বলতে বলতে ৪০০ পৃষ্ঠার দিকে শেষ হয় গণিতের প্রিরিকুইজিট। তারপর শুরু ফিজিক্‌স।

স্পেস্টাইম, রিলেটিভিটি, মিনকস্কি জিওমেট্রি, মেকানিক্স এর লাগ্র্যাঞ্জিয়ান ও হ্যামিল্টনিয়ান ফর্মুলেশন নিয়ে আলোচনা চলে কিছুখন। তারপর এন্ট্যাঙ্গেলমেন্ট, ডিরাক থেওরী, পার্টিকেল ফিজিক্‌সের স্ট্যান্ডার্ড মডেল, কোয়ান্টাম ফিল্ড থিওরী, গেজ থিওরী, সুপারসীমেট্রি এবং স্ট্রিং থিওরী, নিয়ে বাকি অংশে আলোচনা।

এটা কোন ক্লাসরুম রিডিং নয়। এটা সত্যের অনুসন্ধান। যে কেউ বইটি পড়তে পারেন। রজার পেনরোজের লেখা বলে কথা!

Penrose

 

খুব ভাল লাগ্ল বইপত্তর -এর সবার প্রথম পোস্ট হিসেবে The Road to Reality -কে রাখতে পেরে। আর যারা পেনরোজকে চেনেননা এখনো, তাঁদের জন্য পরামর্শ হল, উইকিপেডিয়ায় ওনার পেজটা একটু ঘুরে আসুন।

এসব মানুষকে নিয়ে না জানলে হয়?

 

Galib Hassan
Author: Galib Hassan

Mischief Managed.. 😉

Permanent link to this article: https://www.borgomul.com/kada-mati/619/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

4 comments

Skip to comment form

  1. এসব মানুষ নিয়ে না জানলে আসলেই চলে না !! এরকম আরও লেখা চাই !!

  2. থ্যাঙ্কস রেযা। এটা তো বইপত্তর সেকশনে (বা বুকরিভিউ সেকশনও বলতে পার), সুতরাং এরকম লেখা চলতেই থাকবে। শুধু ম্যাথস, ফিজিক্‌স নিয়েই না। বইএর ভাবনা হবে উন্মুক্ত।

    বেশি বেশি করে বুক রিভিউ লিখে পোস্ট কর। 🙂

    1. খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে। ঈদের আমেজ চলছে।

  3. Have you read ‘The Emperor’s New Mind’, ‘Cycles of Time’? Another two wonderful books from Penrose

মন্তব্য করুন