কবিতাঃ জীবনের কষাঘাতে

আমার পরম কোমল দূর্বলচিত্তে

কে বা কারা আঘাত করছে নব নিত্যে,

সেই স্বাদ খুজে বেড়াচ্ছে কোন অমৃতে

ধীরে ধীরে তা রূপ নিচ্ছে পশুবৃত্তিতে।

একদিন ছিলাম আমি এক সদ্য প্রস্ফুটিত ফুল

পাপ যেখানে প্রবেশ করতে পারেনি এক চুল,

তবে আজ কেন হারিয়ে যায় আমার জীবনের কূল?

আজ আমি এক দুর্ধর্ষ নাবিক,

যার পিঠে পড়েছে অসংখ্য চাবুক।

সে কি পারবে? তার তপ্ত জীবন তরীকে

সঠিক পথের সন্ধান দিতে,

নাকি ব্যর্থ হবে,আর ভেসে যাবে জীবনের কষাঘাতে।

ইমরান হোসেন
Author: ইমরান হোসেন

কি পারি আর কি পারি না নিজেই তা জানি না

Permanent link to this article: https://www.borgomul.com/imranhossain/763/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

2 comments

  1. ঢাকা-বরিশালের লঞ্চ যদি বর্ষাকালে না ডুবে তবে তুমি কেন ভেসে যাবা ভাই?

    1. ভাই কখন কি হয় তাই নিয়ে আমি কনফিউজ। এদেশে সবই সম্ভব 🙂

Leave a Reply to ফাহিম রফিক Cancel reply