বর্গমূল.কম এর ইউজার হিসেবে আপনাকে স্বাগতম। অনুগ্রহপূর্বক পুরো লেখাটি পড়ুন

বর্গমূলের ইউজার হিসেবে আপনাকে স্বাগত জানাচ্ছি। পুরো সাইটটাকে ঘুরে দেখেন।আপনি অবশ্যই নিচের কাজগুলো গুরুত্বের সাথে করবেন।

  1. লগিন সফলভাবে করে ফেলেছেন। এখন আপনি বাম পাশের অপশনগুলো থেকে প্রোফাইল এডিট সিলেক্ট করে প্রথমে প্রোফাইল সম্পূর্ণ করুন।
  2. প্রোফাইল সম্পূর্ণ হলে এবার আপনার কাজ একটি পোস্ট করা। বাম পাশের অপশনগুলোর একটি পোস্ট করুন অপশন। একটি পোস্ট করুন। পোস্ট রেডি না থাকলেও একটি তৈরি করে ফেলুন। বুঝতেই পারছেন বেটা ইউজার হিসেবে এটুকু কষ্ট করতেই হবে।
  3. ওয়েবসাইট ঘুরে বিভিন্ন পোস্ট পড়ে ফেলুন। অবশ্যই কমেন্ট করুন।
  4. সবার প্রোফাইল ঘুরে বেড়ান।
  5. এবার তিন/চারটি প্রশ্ন করুন। অন্য কারো প্রশ্ন করা থাকলে উত্তর না পারলেও একটা কিছু লিখে আসুন। অন্য কারো উত্তর ভালো লাগলে ভোট করবেন।
  6. এভাবে বিভিন্ন অপশন এক্সপ্লোর করুন। আপনার ছবি আপ্লোড থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপার খেয়াল করুন।

 

অনেক সমস্যা বের হওয়ার কথা। সাইটের যেকোন জায়গায় যেকোন সমস্যা অথবা একাধিক সমস্যা পেলে প্রত্যেকটা সমস্যা নির্দিষ্ট করে যত দ্রুত সম্ভব আমদের জানান।  

এর সাথে সাথে আপনার নতুন আইডিয়াগুলোও খুব তাড়াতাড়ি এখানে জানান।

বর্গমূল.কম এর প্রথম ইউজারদের একজন হওয়ায় আপনাকে আবারো স্বাগতম জানাচ্ছি।

বর্গমূল
Author: বর্গমূল

ভালোবাসি গণিত।

Permanent link to this article: https://www.borgomul.com/admin/247/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

6 comments

Skip to comment form

  1. views e click korle link kaj kore na

  2. ekebare uporer header boro korle, er nicher header ta dheke jai. r Einestein er quote ta banglai thakle valo hoi as the whole site is in Bengali

    1. অনেক ধন্যবাদ।

  3. হ হ রাষ্ট্রভাষা বাংলা চাই।

  4. ওয়েবসাইট দেখে টাস্কি খেলাম। এত অল্প সময়ে এত জটিল একটা পেজ ডেভেলপ করা চাট্টিখানি কথা না!! অভিনন্দন রইল।

    • on August 3, 2013 at 9:12 pm
    • Reply

    এইধরনের একটি ওয়েবসাইট পেয়ে ভালো লাগল।

মন্তব্য করুন