Tag: vector calculus

গ্র্যাডিয়েন্ট

ভেক্টর ক্যালকুলাসের সাথে আমার প্রথম পরিচয় ফার্স্ট ইয়ারে ফিজিক্স পড়তে গিয়ে। সে ছিল নিতান্তই সৌজন্য সাক্ষাৎ। কোন মতে হাই দিয়েই অতঃপর বাই দিয়ে বেরিয়ে আসা। ভেবেছিলাম এইতো, আরেকটু বড় হলেই বুঝে যাব। দ্বিতীয় বর্ষে আবারো দ্যাখা হল গ্র্যাডিয়েন্ট, ডাইভার্জেন্স এবং কার্লের সাথে। তখন আমি অন্তর্ভুক্ত হলাম জেনেও-জানিনা প্রজাতিতে। ফটাফট গ্র্যাডিয়েন্ট ক্যাল্কুলেট করে ফেলতে পারি, কিন্তু …

Continue reading

Permanent link to this article: https://www.borgomul.com/kada-mati/3480/

Div, Grad, Curl and All That

Gradient, Divergence, Curl – এগুলো নিয়ে একদিন আমাকে লেখার কথা বলেছিল ফাহিম। আমি কোন ভাবেই সময় করে উঠতে পারছিনা। বহুদিন আগে এই বইটা দেখে বড় ভাল লেগেছিল। কিন্তু ডিটেইলে পড়ি পড়ি করে আর পড়া হয়না। তোমরা শুরু করে দিতে পার। 🙂

Permanent link to this article: https://www.borgomul.com/kada-mati/1711/