অঙ্ক শুনলেই অনেকের মাথায় বাজ পড়ে। আবার অনেকের কাছে অঙ্ক ডাল-ভাত। তবে যেটাই হোক GRE তে ভালো করতে হলে কোয়ান্টে ভালো করতেই হবে। অন্তত ১৬০ পাইতে হবে। আপনি যে ব্যাকগ্রাউন্ডেরই হন এই পার্টে চেষ্টা করলেই ভালো করা সম্ভব। কখন ডোজ নেয়া শুরু করবেনঃ আপনি যদি স্কুলের পোলাপাইনদের ম্যাথ পড়ান, গণিতে নিজেরে ভালো মনে করেন, ইঞ্জিনিয়ারিং …
Tag: GRE প্রস্তুতি
Permanent link to this article: https://www.borgomul.com/chondro/4592/
Jul 02 2018
GRE ভার্বাল পার্টের ডোজ নিন
যদি আমার মতো আপনে ইংরাজিতে দুব্বল হন এবং তারপরও GRE তে অংশ নিবার চান, তাহলে আপনার জন্য এই ডোজগুলো দিয়া গেলাম। কখন ডোজ নেয়া শুরু করবেনঃ যেদিন ডিসিশন নিবেন আপনে বাইরে যাইতে চান সেদিন থাইকাই শুরু করতে পারেন। তবে আপনার হাতে থাকা সময়ের উপর নির্ভর করবে আপনে কিভাবে প্রিপারেশন নিবেন। যদি ৬ মাসের বেশী সময় …
Permanent link to this article: https://www.borgomul.com/chondro/4578/
সাম্প্রতিক মন্তব্য