সাইকেল কত প্রকার ও কি কি ??

আগে সাইকেল বলতেই বোঝাত সেই আমাদের বাবা দাদা আমলে ফনিক্স সাইকেল। কারণ তখন ও বাংলাদেশে অনান্য সাইকেল পরিচিতি পায়নি। বর্তমানে রাস্তায় নানান ধরনের সাইকেল পাওয়া যায়। যার নাম অনেকে জানেন না দেখে বিভিন্ন অদ্ভুত নামে ডাকেন।যেমনঃ চিকন চাক্কা ওয়ালা সাইকেল 😛 , গিয়ার ওয়ালা সাইকেল, ট্রাক 😛 ইত্যাদি। আসুন যেনে নেই সাইকেলের প্রকারভেদ এবং তাদেরকে তাদের প্রকৃত নামে ডাকি।
১.Mountain Bike (MTB): এই সাইকেলে গিয়ার এবং সাসপেনশন থাকে। এই সাইকেলটি ব্যবহার করা হয় পাহাড়ে রাইডের ক্ষেত্রে। এই সাইকেলে একটি অথবা দুটি সাসপেনশন থাকে। তিন ধরনের চাকার সাইজের MTB পাওয়া যায়। ২৬,২৭.৫ এবং ২৯। অনেকেই এতক্ষন ভাবছিলেন সাইকেলকে তো তেমন কাউকে ট্রাক বলতে শুনি নাই। আমার 29 er bike কে আমার কিছু বন্ধু আদর করে ট্রাক ডাকে 😛 😛 । কারণ এর চাকার সাইজ ট্রাকের চাকা থেকে কোন অংশে কম নয় । নিচে একটি ভিডিও এর লিঙ্ক দিলাম , যাদের দুর্বল হার্ট তাদের না দেখার জন্য অনুরোধ রইলো।

11050656_10205112241300435_331532806773167051_n
২. Road Bike : এই টাই সেই চিকন চাকাওয়ালা সাইকেল। এতে গিয়ার থাকে , কিন্তু কোন সাসপেনশন থাকে না। প্লেইন রাস্তার জন্য এই সাইকেল। রেসের জন্য এই সাইকেল ব্যবহার করা হয়।will_2100
৩. ফিক্সিঃ এই সাইকেলেরও চাকা চিকন এবং সাসপেনশনহীন । তবে এই সাইকেলের প্রধান বৈশিষ্ট হল এতে কোন গিয়ার এবং ব্রেক থাকে না। এই সাইকেলেই শুধু মাত্র পিছনে প্যাডেল ঘুরালে সাইকেল পিছনে যায় এবং সাইকেলের প্যাডেল বন্ধ করে দিলে সাইকেল থেমে যায়। এই সাইকেল সম্পর্কে আরও জানতে আগ্রহী হলে Premium Rush নামে একটি মুভি আছে দেখতে পারেন।

Olmo-Fixi-2013-schwarz-2
৪. Sand / Fat Bike: নাম দেখেই বোঝা যাচ্ছে যে কিছু একটা মোটা। হ্যাঁ তাই, এই সাইকেলে চাকা বেশ মোটা , মোটর সাইকেলের চাকার মত। এই সাইকেলে কোন সাসপেনশন থাকে না। এই সাইকেল সাধারনত বালি এবং তুষারের মধ্যে চালানোর জন্য ব্যবহার করা হয়।

borealis-fat-bike
৫. Hybrid Bike: এই সাইকেল MTB এবং Road Bike এর মিশ্রনে তৈরি । ফলে দুই বাইকেরই কম বেশি সুবিধা পাওয়া যায় এতে। MTB তে অনেক ক্ষেত্রে শুধু মাত্র টায়ার এবং টিউব পরিবর্তন করে এই Hybrid Bike এ রুপান্তর করা হয়।
৬. City Bike: ফনিক্স টাইপের সাইকেল গুলোই এর অন্তর্ভুক্ত।

oxford_green_xi_2100
৭. BMX Bike: এই সাইকেল স্ট্যান্ট এর জন্য ব্যবহার করা হয়। এই সাইকেলে চাকা ছোট থাকে এবং এতে কোন গিয়ার থাকে না। নিচে একটি ভিডিও এর লিঙ্ক দিলাম।

OLYMPUS DIGITAL CAMERA

Permanent link to this article: https://www.borgomul.com/zahidul-islam-sohag/3461/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

4 comments

1 ping

Skip to comment form

  1. Truck.driver tahole tui!!! 🙂

    Road bike gular price MTB er tulonay kemon idea dis next post e.

    well-written.. M.R. Cyclist 🙂

    1. সাইকেলের দাম নিয়ে কিছু বলি না কারণ দাম শুনলে পাবলিক আমারে দৌড়ানী দিবে 😛 । এমনও রোড বাইক আছে দাম কোটি টাকার উপরে :p তবে ভালো মানের গুলার দাম শুরু হয় ৫০০০০ থেকে ।

  2. সেন্টমার্টিন পুরো চক্কর দেওয়ার জন্য সাইকেল নিয়েছিলাম। বালু আর পাথরের কারণে সাইকেল চালানোর বদলে সাইকেল টানতে হয়েছে। Fat Bike থাকলে কাজে দিত মনে হয়। অনেক কিছু জানলাম। (y)

    1. ভাই চাকার হাওয়া কিছু কমিয়ে নিলে হয়তো চালাতে পারতেন 😉 দুধের সাধ ঘোলে মেটানোর মত অবস্থা হত আরকি 😛

  1. […] তারপর? তারপর কি আমি জানি না। একটা সাইকেল থাকলে ভাল হত। সাইকেলে করে সারা শহর […]

মন্তব্য করুন