বর্গমূলের নীতিমালা

বাংলা ভাষার গণিতবিদ, গণিতের শিক্ষার্থী এবং গণিতে উৎসাহী সকলের জন্য প্রথম এবং একমাত্র কমিউনিটি ব্লগ বর্গমূলে আপনাকে স্বাগতম। বর্গমূলে নিবন্ধন, পোস্ট, মন্তব্য ও অন্যান্য বিষয় প্রকাশ করার পূর্বে অবশ্যই নিচের নীতিমালা মেনে চলুন। বর্গমূলে যেকেউ নিবন্ধন, পোস্ট, মন্তব্য ও অন্যান্য বিষয় প্রকাশ করলে ধরে নেওয়া হবে তিনি “বর্গমূলের নীতিমালা” পড়ে তাতে সম্মতি জ্ঞাপন করেছেন।

প্রকাশিত লেখা ও মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব বর্গমূল বহন করে না।

১. পোস্ট এবং প্রশ্ন করা সংক্রান্ত
১.০১ বর্গমূলের উদ্দেশ্য গণিত সংশ্লিষ্ট বা গণিতমনা বা গণিত ভিত্তিক যে কোন লেখাকে উৎসাহিত করা । যে কেউ তার জ্ঞান, যুক্তি, আগ্রহ ও অভিজ্ঞতার উপর নির্ভর করে বর্গমূলের উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ লেখা এখানে প্রকাশ করতে পারে । লেখা প্রকাশের ক্ষেত্রে সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত গণিত সংশ্লিষ্ট বা গণিতমনা বা গণিত ভিত্তিক যে কোন লেখা প্রধান্য পাবে।
১.০২ সকল পোস্টের মূল ভাষা বাংলায় হওয়া অধিক গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। সম্পূর্ণ ইংরেজী ব্যতিত ইংরেজী বাংলা মিশ্রিত করে, ইংরেজি হরফ দিয়ে বাংলা লিখে, অথবা বাংলা ভাষার অহেতুক বিকৃত করে বা অন্য কোন ভাষায় পোস্ট করা যাবে না।
১.০৩ অনৈতিক, অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য পোস্টে ব্যবহার করা যাবে না।
১.০৪ ধর্ম ও রাজনীতি বিষয়ক যে কোন পোস্ট প্রকাশ বর্গমূলে নিষিদ্ধ। ধর্ম, ধর্মগ্রন্থের বাণী ও সামাজিক প্রক্ষাপটকে আঘাত করে এমন কোন বিষয় নিয়ে পোস্ট করা যাবে না বা এধরনের লেখা, পোস্টে থাকা যাবে না।
১.০৫ বিভিন্ন কপিরাইটেড বই পোস্টে সরাসরি প্রকাশ বা আপলোড করা যাবে না। লিংক দেওয়া যাবে।
১.০৬ বিভিন্ন মাধ্যম যেমনঃ অন্য কোন ওয়েব সাইট, কমিউনিটি ব্লগ, উইকি, সংবাদ পত্রিকা থেকে লেখা, খবর, সংবাদ, তথ্য, ছবি বা অন্য কোন কিছু প্রকাশ করা হলে পোস্ট স্থায়িত্ব বা স্থগিতের বিবেচনা বর্গমূল বহন করবে। বর্গমূলের বিবেচনায় পোস্ট স্থায়িযোগ্য হলে তা স্থায়ী হবে অন্যথায় স্থগিত করা হবে। সকল প্রকার প্লেইজারিজম, নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা বা অন্য কোন উৎস থেকে হুবহু বা আংশিক কপিপেস্ট করে বা নিজের নামে পোস্ট করাকে সম্পূর্ণ নিরুৎসাহিত করা হচ্ছে। নিজের নয় এরকম লেখা প্রকাশের ক্ষেত্রে প্রকৃত উৎস অথবা লিংক উল্লেখ করতে হবে। পূর্বে প্রকাশিত নিজের লেখা বা নিজের ব্যক্তিগত ব্লগের লেখা, লেখক নিজে হুবহু পোস্ট করতে পারবে। এক্ষেত্রে পূর্বে প্রকাশিত সূত্রের (লিংক) উল্লেখ লেখকের ইচ্ছাধীন।
১.০৮ অর্ধেক পোস্ট করে বাকি পোস্ট পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না। সম্পূর্ণ পোস্ট করে প্রয়োজনে লেখক ও লেখার সূত্র উল্লেখ করে পোস্ট করা যাবে।
১.০৯ প্রচারণার ও প্রমোশনের উদ্দেশ্যে বাণিজ্যিক বিজ্ঞাপনী মূলক পোস্ট প্রকাশ করা যাবে না।

এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য বর্গমূল যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো ব্যবহারকারীের পোস্ট অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার এবং ব্যবহারকারীকে সাময়িক বা স্থায়ী ভাবে বরখাস্ত করার ক্ষমতা রাখে।

২. মন্তব্য করা সংক্রান্ত
২.১ ব্যবহারকারীদের কিংবা ব্যবহারকারী নয় এমন কাউকে গালিগালাজ করা যাবে না।
২.২ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না।
২.৩ অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য ব্যবহার করা যাবে না।
২.৪ প্রচারণার উদ্দেশে মন্তব্য কোন সাইট বা সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না। এক কথায় স্প্যামিং করা যাবে না।
২.৫ মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব বর্গমূল বহন করে না।
এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য বর্গমূল যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো ব্যবহারকারীের বা ভিজিটরের মন্তব্য অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার ক্ষমতা রাখে।

৩. ইউজার আইডি ও প্রোফাইল সংক্রান্ত
৩.১ রেজিস্ট্রেশনের সময় সকল ইউজারকে অবশ্যই তার আসল নাম প্রদান করতে হবে। প্রোফাইলের সকল ফিল্ড অবশ্যই সত্য হতে হবে। বর্গমূল প্রোফাইলের সকল তথ্য বাংলায় দিতে উৎসাহিত করে।
৩.২ ব্যবহারকারীর প্রোফাইলের গোপনীয়তা নিয়ন্ত্রণের দায়িত্ব বর্গমূল নিবে না। তবে অবশ্যই বর্গমূল প্রোফাইলের তথ্য বাণিজ্যিক কাজের ব্যবহার করবে না।
৩.৩ একের অধিক অ্যাকাউন্ট গ্রহণযোগ্য নয়।
এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য বর্গমূল যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো ইউজারের আইডি অপসারণ/বাতিল বা বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করার ক্ষমতা রাখে।

৪. অধিকার সংক্রান্ত

 বর্গমূল ব্যবহারকারীদের সকল অধিকার সবসময় সংরক্ষণ করে এবং সম্মান করে।

৪.১ বর্গমূলের সকল পোস্টের স্বত্ব ব্যবহারকারীর নিজের। বর্গমূল কর্তৃপক্ষ প্রকাশিত পোস্টের স্বত্ব দাবী করে না। বর্গমূলে পোস্ট করা যে কোন পোস্ট, ব্যবহারকারী অন্য যে কোন জায়গায় প্রকাশ করার অধিকার রাখে। এক্ষেত্রে বর্গমূলে প্রকাশিত মূললেখার লিংক শেয়ার করাকে উৎসাহিত করা হচ্ছে।
৪.২ প্রকাশিত যেকোন লেখা পরিবর্ধন, পরিমার্জন, সম্পাদনা ও মুছে ফেলার পূর্ণ অধিকার বর্গমূল সংরক্ষণ।
৪.৩ বর্গমূলে প্রকাশিত যেকোন লেখা অন্য কোনো ওয়েবসাইট বা মাধ্যমে প্রকাশের ক্ষেত্রে ব্যবহারকারীর সিদ্ধান্ত চুড়ান্ত। তবে বর্গমূল নিজস্ব প্রকাশনা বা মাধ্যমে প্রকাশিত যেকোন লেখা ব্যাবহারকারীর অনুমতি ব্যতিরেকে ব্যবহার করতে পারে।
৪.৪ ব্লগে প্রকাশিত ছবি, তথ্যসহ যেকোন কন্টেন্টের স্বত্ব ব্যাবহারকারীর বলে গণ্য হবে।
৪.৫ শুধু মাত্র নিবন্ধনকৃত ব্যবহারকারী/সদস্যদের মন্তব্যের অধিকার সংরক্ষিত হবে।
৪.৬ মন্তব্যের সকল অধিকার ব্যাবহারকারী/সদস্যের নিজের। নিজের মন্তব্য সম্পাদন ও মুছে ফেলার পূর্ণ অধিকার ব্যাবহারকারীর। তবে বর্গমূল সর্বোচ্চ ক্ষমতার অধিকারী।
৪.৭ মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব ব্যাবহারকারী/সদস্যের নিজের।

বর্গমূল এর ব্যাবহারকারী অধিকার পরিবর্তনশীল। বিশেষ প্রয়োজনে অধিকারে একটি বা একাধিক বিষয় পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন করা হতে পারে। তবে তা কখনই ব্যবহারকারীদের মূল অধিকার খর্ব করে নয়।

 

৫. বিবিধ
৫.১ বর্গমূল সম্পূর্ণ অলাভজনক ওয়েবসাইট। বর্গমূলের পরিচালনা পরিষদ থেকে শুরু করে যেকোন সদস্য কেউই ব্যাক্তিগত বাণিজ্যিক মাধ্যম হিসেবে বর্গমূল ব্যবহার করতে পারবে না। বিভিন্ন ডোনেশন এর মাধ্যমে বর্গমূলের কার্য্যক্রম চালানো হবে।

বর্গমূল -এর নীতিমালা পরিবর্তনশীল। বিশেষ প্রয়োজনে নীতিমালার একটি বা একাধিক বিষয় পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধনের সকল ক্ষমতা বর্গমূল বহন করে। বর্গমূল মূল নীতিমালার পরিবর্তন না করেই যে কোন ধরনের সিদ্ধান্ত যেকোন সময় গ্রহণ করতে পারে।

Permanent link to this article: https://www.borgomul.com/terms-and-conditions/