Way to be an Actuary

বর্তমান বাংলাদেশে ব্যাংক হচ্ছে সবচে’ দৃশ্যমান গ্রহণযোগ্য ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউট। কিছু ব্যাংকের কথা বাদ দিলে গড় অবস্থা ভালই বলা চলে। মানুষের আস্থা রয়েছে এই খাতটির উপর। ক্যারিয়ার গঠনেও অনেকে ব্যাংক কর্মকর্তা হবার স্বপ্ন দেখে। দেখবেই বা না কেন ! ব্যাংকার হলে আজ হোক কাল হোক বাড়ি গাড়ি করা যাবে এটা মোটামুটি নিশ্চিত। নিয়মিত ইনক্রিমেন্ট, কম সুদে টাকা ধার নেওয়া যায় ইত্যাদি অনেক সুবিধা। কিন্তু শুরুর দিকে ব্যাংকিং সেক্টরের এই অবস্থা কিন্তু ছিলো না। একটা সময় ছিলো যখন মানুষ ব্যাংক থেকে দূরে থাকতে চাইত। বিনিয়োগ বা জমা রাখার কথা চিন্তাও করত না।  প্রাইভেট ব্যাংক গুলো শিক্ষিত লোকগুলোকে অনেকটা জোর করে চাকুরিতে ঢুকিয়েছে যেখানে বর্তমানে একটা চাকরি যোগাড় করতে লাখ লাখ প্রতিযোগির সাথে লড়াই করতে হয়। কঠোর নীতিমালা ও তার বাস্তবায়নের মধ্য দিয়ে আজকের এই ব্যাংকিং সেক্টর গড়ে উঠেছে। 1827

ব্যাংকিং শুরুতে যেমন ছিলো ঠিক তেমন আছে এখন ইন্সুরেন্স সেক্টর। মানুষ এখন ইন্সুরেন্স মানেই ভাওতাবাজি, প্রতারণা মনে করে দূরে থাকে এবং স্বভাবতই ক্যারিয়ার গঠনে নিরাপদ দূরত্ব বজায় রাখে। এর কারণ হচ্ছে এটি বাপ মা হারা টাইপের একটি সেক্টর। শুরু থেকে এর কোন নিয়ন্ত্রণ নীতিমালা ছিলো না। ২০১০ সালে প্রতিষ্ঠিত নিয়ন্ত্রণ সংস্থা প্রতিষ্ঠিত হয় যেটি নিজেই এখনো অপূর্ণ রয়ে গেছে। তবে আশার বাণী হচ্ছে এটি পূনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইন্সুরেন্সের নিয়ন্ত্রণ সংস্থা IDRA বিশ্বব্যাংক থেকে ৮ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা পেয়েছে যা দিয়ে ব্যাংকিং এর মত ইন্সুরেন্স কে সুপ্রতিষ্ঠিত করা হবে। সুতরাং অদূর ভবিষ্যতে ইন্সুরেন্স  কোম্পনীগুলোতে দক্ষ লোকবলের যথেষ্ট প্রয়োজন হবে। আর ইন্সুরেন্সের প্রাণ হলো অ্যাকচুয়ারি। যদিও ইন্সুরেন্স ছাড়াও আরো অনেক ক্ষেত্র আছে যেখানে অ্যাকচুয়ারিরা ভবিষয়তে এই দেশে কাজ করবে।

সম্প্রতি গণিত এবং ফলিত গণিতের কিছু শিক্ষার্থী Actuarial Science পড়ার জন্য আগ্রহী হয়ে উঠছে। মেটলাইফ নতুন করে ফান্ডিং নিয়ে অ্যাপ্লাইড ম্যাথ ডিপার্টমেন্টে হাজির হয়ে গেছে। উপরন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং এন্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টও মাস্টার্স ইন অ্যাকচুরিয়াল সায়েন্স প্রোগ্রাম শুরু করেছে।  যদিও এই দেশের শতকার ৯৯ ভাগ মানুষ জানে না কি এই জিনিস বা এর মূল্যই বা কি ! পড়ে কি হবে, কি করা যাবে ইত্যাদি ইত্যাদি। কিছু সংখ্যক মানুষের সামান্য ধারণা আছে কিন্তু কিভাবে Actuary হওয়া যাবে তার ধারণা নেই। তার জন্যই আজকের এই লেখা।

Business meeting

Business meeting

Actuarial Science এ আপনি সর্বোচ্চ ডিগ্রি পিএইচডি বা মাস্টার্স নিলেও আপনাকে Actuary বলা যাবে না। অ্যাকচুয়ারি হতে হলে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত কোন অ্যাকচুরিয়াল বডি থেকে কিছু পরীক্ষা পাশ করতে হবে এবং এর মধ্য দিয়ে অ্যাসোসিয়েট বা ফেলোশীপ অর্জন করতে হবে। তবে হ্যা, অ্যাকচুরিয়াল সায়েন্সে আপনি মাস্টার্স বা পিএইচডি করে গ্র্যাজুয়েট অ্যাকচুয়ারি হিসেবে কর্মক্ষেত্রে যোগদান করতে পারবেন, কাজও করতে পারবেন কিন্তু ফাইনাল ভ্যালুয়েশন [অর্থনৈতিক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থ্যার ক্ষতিয়ান] এর জন্য সার্টিফাইড অ্যাকচুয়ারির স্মরণাপন্ন হতেই হবে। এছাড়া আপনার নিয়োগকারী কোম্পানী/সরকার আপনাকে সোসাইটি থেকে পাশের প্রতি গুরুত্ব দিতে বলবে, ক্ষেত্র বিশেষ সহায়তাও করবে। আমেরিকায় বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে অনার্স মাস্টার্স পাশ করে চাকুরিতে ঢুকে তারপর ধীরে ধীরে পরীক্ষাগুলো পাশ করে। তবে ইউকে তে কিছু কিছু নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকচুরিয়াল সায়েন্সে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি নিলে আর আলাদা করে সোসাইটির পরীক্ষা দিতে হয় না।  Actuary হবার জন্য বিশ্ববিদ্যালয় ডিগ্রী বাধ্যতামূলক না। তবে শিক্ষকতা বা গবেষণা করার জন্য জ্ঞানের গভীরতা যত বেশি হবে ততই মঙ্গল। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ডিগ্রি সেলফ স্টাডি’র চেয়ে নিশ্চয়ই বেশি ফলপ্রসূ হবে। তবে  Actuarial Body থেকে এক্সাম পাশ করলেই কেবল Actuary হওয়া যাবে এটা চিরন্তন সত্য। সেটা যেভাবেই করা হোক না কেন।

বিশ্বে সবচেয়ে নামযাদা  ও সুপ্রতিষ্ঠিত Actuarial Body হচ্ছে Institute and Faculty of Actuaries (IFoA) , UK [অনেকে Institute of Actuaries ও বলেন] এবং Society of Actuaries , USA.। ifoa_logo  আমি UK based body থেকে পড়ছি তাই এর আলোকেই বলবো। এখান থেকে অ্যাসোসিয়েট অ্যাকচুয়ারি হতে গেলে আপনাকে সর্বোমোট ১২ টা পরীক্ষা পাশ করতে হবে। এগুলো হচ্ছে ৯ টা কোর টেকনিক্যাল এক্সামঃ

  •  CT1 – Financial Mathematics
  • CT2 – Finance and Financial Reporting
  • CT3 – Probability and Mathematical Statistics
  • CT4 – Models
  • CT5 – Contingencies
  • CT6 – Statistical Models
  • CT7- Business Economics
  • CT8 – Financial Economics
  • CT9- Business awareness

এরপর আরো তিনটা কোর অ্যাপ্লিকেশন এক্সাম

  • CA1- Actuarial Risk Management
  • CA2- Modeling
  • CA3- Communication

এই পরীক্ষাগুলো পাশ করলেই অ্যাসোসিয়েট অ্যাকচুয়ারি [AIA- Associate of the Institute of Actuaries] । CT1, CT3, CT4, CT5, CT6, CT8 এই কোর্স গুলো যারা ম্যাথ ভালোবাসে তারা পড়ে মজা পাবে। কেননা এগুলোতে ম্যাথেমেটিক্যাল ক্যালকুলেশন, ইকুয়েশন জড়িত।  বাকিগুলো থিওরীটিক্যাল তবে হালকা পাতলা অংক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত এবং ফলিত গণিতে যারা পড়েছে তারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যে মাইনর স্ট্যাটিস্টিক্স পড়ে তা দিয়ে CT3 পার পাওয়া যাবে। আর সিনিয়র ইয়ার এবং মাস্টার্সে [অ্যাপ্লাইডে] শরীফ স্যার এবং শাহাদত স্যার যে ফাইন্যান্সিয়াল ম্যাথ পড়িয়েছেন তা দিয়ে CT8 ভালো বুঝা যাবে। CT5 সাবজেক্ট টা টোটালি লাইফ ইন্সুরেন্স, পেনশন ফান্ড, প্রফিট টেষ্ট অ্যানালাইসিস কেন্দ্রিক। CT4 এবং CT6 জেনারেল ইন্সুরেন্স, মর্টালিটি, ডেমোগ্রাফি ইত্যাদি  কেন্দ্রিক। CT 8 ইনভেষ্টমেন্ট, স্টক মার্কেট, ইকুইটি, অপশন ট্রেডিং কেন্দ্রিক, CT1  ব্যাংকসহ অন্যান্য ফাইন্যান্সিয়াল কোম্পানীর কাজের জন্য। ইকোনোমিক্স এবং ফাইন্যান্স ব্যাবসা বুঝার জন্য তত্ত্বীয় জ্ঞান।

তারপর স্পেশাল টেকনিক্যাল স্টেজ থেকে যেকোন দুইটা এবং স্পেশাল অ্যাপ্লিকেশন ক্যাটেগরি থেকে ১ টা পাশ করলেই কাংখিত ফেলো অ্যাকচুয়ারি [FIA- Fellow of the Institute of Actuaries] । তবে শেষের এই দুই ধাপের বিষয় বস্তু পছন্দে সামঞ্জস্য রাখা উচিত এবং নিজের পছন্দ অনুযায়ী বেছে নেওয়া উচিত।

Specialist Technical Stage

  • ST0 – Alternative Specialist Technical (not examined)
  • ST1 – Health and Care Specialist Technical
  • ST2 – Life Insurance Specialist Technical
  • ST3 – General Insurance Specialist Technical (no longer available)
  • ST4 – Pensions and other Benefits Specialist Technical
  • ST5 – Finance and Investment Specialist Technical A
  • ST6 – Finance and Investment Specialist Technical B
  • ST7 – General Insurance – Reserving and Capital Modelling Specialist Technical
  • ST8 – General Insurance – Pricing Specialist Technical
  • ST9 – Enterprise Risk Management Specialist Technical

Specialist Applications Stage

  • SA0 – Research Dissertation Specialist Applications
  • SA1 – Health and Care
  • SA2 – Life Insurance
  • SA3 – General Insurance
  • SA4 – Pensions and other Benefits
  • SA5 – Finance
  • SA6 – Investment

Society-of-Actuariesঅ্যাসোসিয়েট হওয়ার জন্য আরো একটি শর্টকাট রাস্তা আছে। সেটি হলো, ইউকে থেকে ৮ টা পরীক্ষা দিয়ে সেখানকার সার্টিফিকেট SOA তে জমা দিলে ওরা এক্সেম্পশন [তাদের নিজস্ব পরীক্ষা না দিয়েও পাশ পাওয়ার কৃতিত্ব] দিয়ে দিবে। তারপর SOA এর একটা সেমিনার, প্রেজেন্টেশন এবং অ্যাসাইনমেন্ট জমা দিলে ওরা অ্যাসোসিয়েট সনদ [ASA- Associate of the Society of Actuaries] তারপর SOA থেকেই বাকি এক্সাম গুলো পাশ করতে হবে। তবে আবার যদি ইউকে তে ফিরে আসেন তবে সেই আগের মতই যে পরীক্ষাগুলো পাশ কাঁটিয়ে গিয়েছিলেন সেগুলো পাশ করতেই হবে।

 

[ some info  (exact name of the ST and SA courses) are taken from Wiki]

Permanent link to this article: https://www.borgomul.com/rafiq/4527/


মন্তব্য করুন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে

মন্তব্য করুন