কিভাবে নতুন প্রবন্ধ সম্পাদনা করবেন?

নতুন প্রবন্ধ সম্পাদনা করার জন্য প্রথমে সাইটের নীড়পাতার ডানপাশে অবস্থিত ‘স্বাগতম বক্স’ এ চিহ্নিত [ নতুন পোস্ট লিখুন ]  অপশনটি সিলেক্ট করুন।

 

 

অতঃপর নতুন একটি পেজ দেখা যাবে যেখানে একটি অনলাইন টেক্সট  এডিটর সংযুক্ত থাকবে।

 

 

এখানে শিরোনাম, মুল প্রবন্ধ প্রভৃতি সম্পাদনা করে বিভিন্ন অপশন ব্যবহার করে আপনার লেখা টি সমৃদ্ধ করে তুলতে পারেন।

 

 

  • Marker 1 : প্রবন্ধের শিরোনাম
  • Marker 2 :  মুল প্রবন্ধ সম্পাদনায় ব্যবহৃত অপশন
  • Marker 3 : ছবি যুক্ত করা এবং সম্পাদনা বক্স
  • Marker 4 : ভিডিও যুক্ত করা এবং সম্পাদনা বক্স
  • Marker 5 : টেক্সট এডিটর ফুলস্ক্রীন এবং সরল টেক্সট এডিটর এ পরিবর্তন করা
  • Marker 6 : গাণিতিক ইকুয়েসন লেখার সুবিধার্থে ব্যবহৃত Latex Code সম্পাদনা বক্স

 

 

 

অতঃপর টেক্সট এডিটর এর ডানপাশে অবস্থিত Formats, Categories এবং Tags বক্সসমূহ থেকে আপনার প্রয়োজনমতো অপশনগুলো সিলেক্ট করে নিন। লক্ষ্য রাখুন আপনার লেখাটি যেন বিষয়ভিত্তিক এক বা একাধিক Category এর অন্তুর্ভুক্ত থাকে।

 

 

অতঃপর টেক্সট এডিটর এর ডানপাশে সর্বাপেক্ষা উপরে অবস্থিত Publish  বক্স থেকে Update অপশনটি সিলেক্ট করে প্রবন্ধটি প্রকাশ করতে পারেন। এছারাও প্রবন্ধটি সেভ করে রাখার জন্য অথবা মুছে ফেলার জন্যও Publish বক্সটি ব্যবহার করা যায়।

 

Permanent link to this article: https://www.borgomul.com/%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0-3/