কিভাবে নতুন প্রশ্ন যুক্ত করবেন ?

  • প্রথমে সাইটের নীড়পাতার ডানপাশে অবস্থিত ‘স্বাগতম বক্স’ এ চিহ্নিত [ নতুন প্রশ্ন জিজ্ঞেস করুন ]  অপশনটি সিলেক্ট করুন। 
  • নতুন একটি যেটার প্রথম অংশটি নিম্মের ছবির মতো। এখান থেকে ক্রমানুসারে আগের প্রশ্নসমূহ দেখা যাবে ‘Questions’ অপশনটি সিলেক্ট করে। ‘Unanswered’ অপশনটি সিলেক্ট করে  যে সকল প্রশ্নের উত্তর দেয়া হয়নি অর্থাৎ নতুন প্রশ্নগুলো দেখা যাবে। ‘Search’  বক্স ব্যবহার করে ট্যাগ অনুযায়ী প্রশ্ন খুজে বের করা যাবে। নতুন প্রশ্ন করার জন্য ‘Ask a Question’ ট্যাবটি সিলেক্ট করুন
  • অতঃপর একটি অনলাইন টেক্সট এডিটর প্রদর্শিত হবে যেখানে যথাক্রমে শিরোনাম [Title], মুল প্রশ্ন [Editing Panel] এবং প্রয়োজনীয় বিষয়ভিত্তিক এক বা একাধিক ট্যাগ [Tags] যুক্ত করে প্রশ্নটি সম্পাদনা করতে পারবেন।
  • অতঃপর সাবমিট [Submit] বাটন সিলেক্ট করে আপনার প্রশ্নটি যুক্ত করতে পারবেন।

Permanent link to this article: https://www.borgomul.com/%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0-2/