কিভাবে বিভিন্ন প্রবন্ধের ক্যাটাগরি সম্পাদনা করবেন?

নতুন প্রবন্ধ লিখার সময় অথবা সম্পাদনার ক্ষেত্রে যেই অনলাইন টেক্সট এডিটর চালু হয় তার ডানপাশে মাঝামাঝি ‘categories’ বক্স খুজে পাওয়া যায়।

এই বক্সের মাধ্যমে প্রবন্ধের বিভাগসমূহ নির্ধারণ করা যাবে। সহজে খুজে পাওয়ার জন্য এবং বিভাগ অনুযায়ী প্রবন্ধ নির্বাচন করার ক্ষেত্রে এই ব্যবস্থা খুবই কার্যকর।

প্রবন্ধ সম্পাদনা শেষে পাবলিশ করার আগে এক বা একাধিক বিভাগ নির্ধারণ করা প্রয়োজন। এক্ষেত্রে সর্বপ্রথমে ‘নীড়পাতা’ মেন্যুর পাশে অবস্থিত ‘বিভাগসমূহ’ নামক ড্রপ-ডাওন মেন্যু এর সাথে নিজেকে পরিচিত করে নিন।

1003015_10201113493736069_17335640_n

নিচে বিভিন্ন ক্যাটাগরি এবং তাদের সাব-ক্যাটাগরিগুলোর শিরোনাম এবং সম্পর্কে ছোট ছোট টিকার আকারে ধারণা দেয়া হল। অনুগ্রহ করে, প্রতিটি প্রবন্ধ বিষয়ভিত্তিক এক বা একাধিক ক্যাটাগরি এর অন্তর্ভুক্ত করে সাইটটি সুবিন্যস্ত রাখতে সহযোগিতা করবেন।935864_10201113491296008_58830337_n

Permanent link to this article: https://www.borgomul.com/%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/