কিভাবে রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পাদনা করবেন ?

বর্গমূল.কম এ দুটি ধাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়। এখানে ধাপগুলো টিকার আকারে ক্রমানুসারে উল্লেখ করা হলঃ

প্রথম ধাপঃ

রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে সাইটের নীড়পাতার ডানপাশে অবস্থিত ‘Log In’ বক্স এ চিহ্নিত [ রেজিস্ট্রেশন ]  অপশনটি সিলেক্ট করুন। অতঃপর একটি নতুন পেজ আসবে যেখানে নিম্মে চিহ্নিত অপশনগুলো থাকবে।

  • Username : এই ইওজারনেম শুধুমাত্র ইংলিশ এ প্রদান করতে পারবেন যা পরবর্তীতে অপরিবর্তনীয়। লগিন এর সময় ইওজারনেম ব্যাবহার করে লগিন করতে হবে।
  • E-mail :  এখানে আপনার বর্তমান ব্যবহৃত ইমেইল আইডি প্রদান করতে হবে। রেজিস্ট্রেশন এর দ্বিতীয় ধাপের শুরুতে বর্গমূল থেকে আপনার কাছে একটি ইমেইল যাবে এবং এই আইডি থেকে সেটি ভেরিফাই করে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এছারাও শব্দচাবি ভুলে গেলে তা পুনরদ্ধার করার জন্য আপনার ইমেইল আইডি ব্যবহৃত হবে।
  • নামের প্রথম অংশ
  • নামের শেষ অংশ
  • আপনার সম্পর্কে লিখুন
  • ফেসবুক প্রোফাইল URL : এটি অবশ্যই পূরণীয় একটি ফিল্ড। আপনার ফেসবুক প্রোফাইল এ গিয়ে ব্রাউসার এ অ্যাড্রেস কপি করে এখানে পেস্ট করতে হবে। যেমনঃ [http://www.facebook.com/username]
  • বর্তমান পেশা
  • সম্মান পড়ছেন বা পড়েছেন যে বিষয়ে *
  • সম্মান পড়ছেন বা পড়েছেন যে বিশ্ববিদ্যালয়ে (যেমনঃ ঢাকা বিশ্ববিদ্যালয়) *
  • সম্মান ভর্তি হয়েছেন যে শিক্ষাবর্ষে (যেমনঃ ২০০৪-০৫ ) *
  • মাস্টার্স পড়ছেন বা পড়েছেন যে বিষয়ে (যদি প্রযোজ্য হয়)
  • মাস্টার্স পড়ছেন বা পড়েছেন যে বিশ্ববিদ্যালয়ে (যদি প্রযোজ্য হয়)
  • উচ্চতর শিক্ষা (যদি প্রযোজ্য হয় বিশ্ববিদ্যালয়-বিষয়-দেশের নাম সহ বিস্তারিত লিখুন)
  • দক্ষতা (যেমনঃ গান গাইতে পারি, ভ্রমণ বিষয়ে যথেষ্ট জ্ঞান আছে, ছবি তুলতে ভালোবাসি)
  • শব্দচাবি
  • পুনরায় শব্দচাবি দিন

অতঃপর Register এ ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন এর প্রথম ধাপ সম্পন্ন করতে পারবেন। অতঃপর আপনি নিম্মোক্ত মেসেজটি পাবেন।

 

 

দ্বিতীয় ধাপঃ

প্রথম ধাপ সম্পন্ন হলে আপনার ইমেইল অ্যাড্রেস এ একটি স্বয়ংক্রিয় ইমেইল চলে যাবে যেখানে একটি লিঙ্ক দেয়া থাকবে। এই লিঙ্কটি ক্লিক করে আপনি আপনার প্রোফাইল লগিন করতে পারবেন।

লগিন এর পর পরই আপনি ‘প্রোফাইল সম্পাদনা করুন’ নামক পেজ এ পৌঁছে যাবেন যেখানে আপনার রেজিস্ট্রেশন এর দ্বিতীয় ধাপ সম্পন্ন হবে।

এখানে পুনরায় আপনি

  • First Name
  • Last Name
  • Nickname (required)
  • Display name publicly as
  • E-mail (required), Website
  • Biographical Info

সম্পাদনা করতে পারবেন এবং চাইলে শব্দচাবি পরিবর্তন করতে পারবেন।

অতঃপর সবচেয়ে নিচে আপনি আপনার ছবি আপলোড করার জন্য একটি বক্স পাবেন। ছবি সিলেক্ট করে ‘Update Profile’ এ ক্লিক করে আপনার প্রোফাইল সম্পাদনা সম্পন্ন করতে পারবেন।

Permanent link to this article: https://www.borgomul.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82/